ক্রীড়া প্রতিবেদক।।ভোলাবাণী।। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী স্কুল ছাত্রদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ভোলার প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) মোঃ সাইদুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়। এ মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন স্কুল থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ৮:০৫:১৪ ১২২ বার পঠিত | উদ্বোধনভোলাসাঁতার প্রশিক্ষণ