চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট ইজারাদারদের পিটুনিতে ১০ যাত্রী আহত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট ইজারাদারদের পিটুনিতে ১০ যাত্রী আহত
সোমবার, ১০ জুলাই ২০১৭



---মিজান নয়ন।।ভোলাবাণী।। চরফ্যাশন অফিস॥
চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটের ইজারাদার এবং তাদের পালিত দুর্বৃত্তদের সংঘবদ্ধ হামলায় নারী-শিশুসহ ১০যাত্রী আহত হয়েছেন। ঘাটটিকেট দেখাতে বিলম্বের কারণে একজন মহিলাযাত্রীকে লাঞ্চিত করা প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলায় এক নারীসহ আহত ৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন আব্দুল জালিল(৩৫), ছেলে ফয়সাল (১৪), স্ত্রী মাকসুদা (৩০), চাচাতো ভাই কামাল হোসেন (২৮)। আহত অপর যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।
জানাযায়, হামলায় আক্রান্তযাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে বেতুয়াঘাট থেকে লঞ্চে উঠার সময় যাত্রী মাকসুদা বেগম টিকেট দেখাতে দেরি করলে ইজারাদারের প্রতিনিধি সাইফুল মাকসুদা বেগমকে গালমন্দ করে। মাকসুদা বেগমের ছেলে কিশোর ফয়সাল এবং স্বামী জলিল এর প্রতিবার করলে সাইফুলের পালিত লোকজন বেল্লাল, আক্তার মাঝি, রিপন ও বাহাউদ্দিনসহ অন্যরা মাকসুদা বেগমসহ তার পরিবারের সদস্যদের বেধড়ক পিটিয়ে আহত করে এবং তাদের সাথে থাকা সব মালামাল লুটে নিযে যায়।
ঘাটে অবস্থানরত কয়েকশ যাত্রী এবং লোকজন ঘটনা প্রত্যক্ষ করলেও ইজারাদারদের লোকজনের মারমুখী অবস্থার কারণে কেউ প্রতিবাদ কিংবা প্রতিরোধে সাহস পায়নি। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় আব্দুল জলিল বাদি হয়ে চরফ্যাশন থানায় অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ কাউকে আটক করেনি।
আছলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরে আলম মাষ্টার জানান, ঘটনার পরপরই আমি উভয় পক্ষকে নিয়ে ঘাটে বসে বিষয়টির সমাধা দিয়েছি। কিন্তু মহিলাসহ তার লোকজনের সাথে অতিরিক্ত বাড়া বাড়ি হওয়ায় তারা বিচার আমলে না নিয়ে থানায় অভিযোগ করেছে।
অভিযোগ আছে, বেতুয়া লঞ্চঘাটে নিরীহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রতিবাদ করলে যাত্রীদের মারধরসহ মালামাল হাতিয়ে নেয়ার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। ক্ষমতার প্রভারে ইজারাদারদের পালিত লোকজনের এমন কর্ম কান্ডের কাছে যাত্রীরা জিম্মি এবং প্রশাসনও অসহায়। নিত্য এমন ঘটনার ফলে দক্ষিণাঞ্চলের যাত্রীরা বেতুয়া বিমূখ হয়ে পরছে।

বাংলাদেশ সময়: ১৪:০০:১৬   ১০৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ