ভোলা বোরহানউদ্দিনে ইয়াবা সহ মাদকের ছড়াছড়ি ॥ ধবংসের পথে যুব সমাজ

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » ভোলা বোরহানউদ্দিনে ইয়াবা সহ মাদকের ছড়াছড়ি ॥ ধবংসের পথে যুব সমাজ
রবিবার, ৯ জুলাই ২০১৭



অভিবাবকরা উঠতি বয়সি সন্তানদেরকে নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায়

---আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মরণ নেশা ইয়াবায় সহ মাদক দ্রব্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ সকল মাদক সেবনে জড়িয়ে পড়ছেন উঠতি বয়সি স্কুল-কলেজের শিক্ষার্থী সহ কোমলমতি যুবকরা। এ উপজেলায় নেশার ছোবল আশংকা জনক হারে বেড়ে চলছে। এদের কোন প্রতিকার না করায় সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, বিবাহ বিচ্ছেদ সহ নানা অপর্কম ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এদিকে মাদক বিক্রেতাদের নাম পরিচয় সবার জানা থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে। এতে সচেতন মহল ও অভিবাবকরা তাদের উঠতি বয়সি সন্তানদেরকে নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। এতে সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কার্যকরী ভূমিকা নেই বললেই চলে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান দিলেও অজ্ঞাত কারনে তা সফল করতে পারেনি প্রশাসন।
সূত্রমতে জানা যায়, উপজেলার ২০টির বেশি স্পটে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, পেথডিন, ইনজেকশন, দেশি-বিদেশী মদ, গাঁজা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। এখন কুঞ্জেরহাট বাজারে মাদকের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। চট্রোগ্রাম থেকে সরাসরি নিরাপদ রুঢ হিসাবে নদী পথে হাকিমুদ্দিন, চেয়ারম্যান বাজার সহ কয়েকটি স্থান দিয়ে কুঞ্জেরহাট বাজারে প্রবেশ করে। এখান থেকে উপজেলার কাচিয়া মিঝির দোকান, লেংড়ার দোকান, খাসমহল বাজার, চেয়ারম্যান বাজার, কাজির হাট বাজার, হাকিমুদ্দিন, মনিরাম বাজার, বোরহানগঞ্জ বাজার, গ্যাসফিল্ড বাজার, সিকদার হাট, রাণিগঞ্জ বাজার, দরুন বাজার, শান্তির হাট, মৌলভীর হাট, নবাব মিয়ার হাট, সোনা বাজার, নুরমিয়ার হাট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে মাদক ছেয়ে গেছে। মাদক বিক্রেতাদের মধ্যে ছোট্র ছেলেদের পাশাপাশি নারী ও শিশু রয়েছে। সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ পৌর শহরে সড়ক সহ উপজেলার বাজার গুলোতে গাঁজার ঘ্রানে হাটা যায় না। পৌর বাজার এলাকার হাওলাদার মার্কেট, পৌর ৪ ও ৫নং ওয়ার্ড এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মাদক সেবন। সিগারেটের মত এসব নেশা জাতীয় দ্রব্য এখন বোরহানউদ্দিন উপজেলায় সেবন চলছে। এর থেকে বাদ যাচ্ছে না স্কুল, কলেজের পড়–য়া শিক্ষার্থী সহ যুব সমাজ। যার ফলে এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানি, পরিবারের অশান্তি, বিবাহ বিচ্ছেদ, ধর্ষন সহ নানা অপর্কম উদ্বেগ জনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজ থেকে এ সকল নেশা জাতীয় দ্রব্য এখনই নিয়ন্ত্রন না করতে পারলে আগামী দিনে আরোও ভয়াবহ আকার ধারন করবে বলে আশংকা করছেন সচেতন মহল। অপরদিকে জানা গেছে মাদক ব্যবসা করে অল্পদিনে লাখপতি হওয়ার আশায় এ মাদক ব্যবসার দিকে দিন দিন ঝুকছে অনেক যুবকরা। পুলিশ লোক দেখানো মাঝে মধ্যে অভিযান দিলেও প্রকৃত মাদক বিক্রেতা ধরাছোয়ার বাহিরে থাকার অভিযোগ উঠেছে।
এব্যাপারে একাধিক ব্যক্তি নাম প্রকাশ্যে অনিচ্ছা সত্বে জানান, আমাদের উপজেলায় এখন ইয়াবা সহ মাদক দ্রব্য গ্রাম গঞ্জে ছেয়ে গেছে। কারিগর বিড়ি’র মত রাস্তাঘাটে গাঁজা সহ মাদক দ্রব্য সেবন করছে। এতে যুব সমাজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এব্যাপারে বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত ইন-চার্জ অসীম কুমার সিকদার জানান, মাদক দ্রব্যের উপর তাদের অভিযান অব্যহত রয়েছে। মাদকচক্রদের গ্রেফতার করে মামলায় জেলা হাজতে প্রেরণ করছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমেও তাদের কে সাজা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৫৬   ৭৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ