স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
২য় ধাপে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেনকে আনারস প্রতীক নিয়ে বিজয় করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মোল্লা বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
এসময় বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম, ভোলা সদর উপজেলার সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তাতীলীগের সভাপতি এনামুল হক ফরমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদেক চোকদার।
এ সময় বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন একজন যোগ্য প্রার্থী। উপজেলা চেয়ারম্যান এমন একজনকে করতে হবে, যিনি পুরো উপজেলা আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারবেন। যিনি আওয়ামী লীগের নেতা-কর্মীসহ জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে পারবেন।
এসময় বক্তারা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের আনারস মার্কায় ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামের চশমা মার্কায় ভোট চান।
বাংলাদেশ সময়: ৮:০১:৩৬ ৯৯ বার পঠিত | উঠান সভাউপজেলাচেয়ারম্যান প্রার্থীমোশারেফ হোসেনরাজাপুর