রুপালী পর্দায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন “বরুণ-আনুশকা”

প্রথম পাতা » ফটোগ্যালারী » রুপালী পর্দায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন “বরুণ-আনুশকা”
মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। রুপালী পর্দায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুঁই ধাগা : মেড ইন ইন্ডিয়া’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে বরুণ ধাওয়ান বলেন, গান্ধীজি থেকে মোদিজি আমাদের দেশের সব নেতারাই মেড ইন ইন্ডিয়ার প্রচারণা করে এসেছেন। সুঁই ধাগা সিনেমার মাধ্যমে এই বার্তা কোটি কোটি দর্শকের মাঝে বিনোদনের মাধ্যমে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। শরতের লেখা চিত্রনাট্য আমার খুবই পছন্দ হয়েছে এবং যশ রাজ ফিল্মসের সিনেমায় অভিনয় করতে পেরে আমি খুবই খুশি। আনুশকা ও আমি প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছি। আশা করছি, অসাধারণ কাজ হবে।

আনুশকা শর্মা বলেন, নতুন আইডিয়া যেখানে মানুষের আগ্রহ রয়েছে সেগুলো সবসময়ই আমাকে উচ্ছ্বসিত করে। সুঁই ধাগা এমন একটি সিনেমা যা ভারতের প্রত্যেক মানুষের গল্প। এছাড়া বরুণ ধাওয়ান এবং মণীশ শর্মা ও শরৎ কাটারিয়ার সঙ্গে কাজ করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।

আগামী বছর জানুয়ারিতে সুঁই ধাগা : মেড ইন ইন্ডিয়া সিনেমাটির শুটিং শুরু হবে। একই বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করবেন দম লাগাকে হ্যায়শা সিনেমা খ্যাত লেখক-পরিচালক শরৎ কাটারিয়া ও প্রযোজক মানীশ শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৪   ২৩৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত

আর্কাইভ