চরফ্যাশনের দর্শনীয় স্পট গুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত; উপমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের দর্শনীয় স্পট গুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত; উপমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
বুধবার, ২৮ জুন ২০১৭



উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির খামার বাড়িতে দর্শনার্থীরা

মিজান নয়ন ।।ভোলাবাণী।। চরফ্যাশন অফিস॥ ভোলার চরফ্যাশনের দর্শনীয় ষ্পটগুলো ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে। ঈদের দিন বিকেল থেকে বিভিন্ন স্থান হতে আসা দর্শনার্থীদের ঢল নামে। ফ্যাশন স্কয়ার পুকুর পাড় , জ্যাকব টাওয়ার, চরফ্যাশন কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, বেগম রহিমা ইসলাম কলেজ, উপমন্ত্রীর খামার বাড়ি,মায়া ব্রীজ,কুকরীর বালূর ধুম,ম্যানগ্রোভ বাগান,বেতুয়া নদীর তীরে কয়েক হাজার মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে।

স্বজনদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে এসকল স্থান।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন স্থান থেকে আনন্দ উপভোগে ঈদের ছুটিতে ছুটে আসছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে সন্ধ্যা হওয়ার আগেই অপেক্ষাকৃত দুরের লোকজন ফিরছেন স্ব-স্ব গন্তব্যে। তবে দুরের কিছু কিছু দর্শনার্থী তাদের আত্মীয় স্বজনের বাড়ি কিংবা আবাসিক হোটেল সমুহে থেকে স্থানীয় লোকজনের সাথে রাতের চরফ্যাশন উপভোগ করেন মন ভরে। দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে সদরের দর্শনীয় স্থানগুলো সাজানো হয়েছে অন্যরকম সাজে।

আর একারনে রাতে চরফ্যাশন আরো বেশী আকর্ষনীয় হয়ে উঠে। শহরে নির্মানীধীন শিশু পার্ক’র কাজ চলমান থাকার কারণে তালাবদ্ধ থাকায় বাহির থেকে গ্রীলের ফাক দিয়ে দর্শনার্থীরা ভিতরের দৃশ্য অবলোকন করতে দেখা গেছে ।

 

চরফ্যাশনে বেতুয়া নদীর তীরে দর্শনার্থীদের ভীড়। সেখানে এক বাবা তার আদরের ছেলেকে আর ছেলে তার বাবাকে সোহাগ করছেন ।

দর্শনার্থীরা জানান, বেতুয়া নদীর উথাল পাতাল ঢেউ শিশু কিশোরসহ সকলের মনে আনন্দের শিহরণ জেগে উঠে। কুকরী মুকরী বালুর ধুম এবং ম্যানগ্রোভ বাগান ঘুরে তারা আনন্দ উপভোগ করছেন। উপমন্ত্রীর খামার বাড়িতে বিনোদন সামগ্রী থাকায় ছবি তোলায় ব্যস্ত থাকছেন তারা। এছাড়া ফ্যাশন স্কয়ার পুকুর এবং জ্যাকব টাওয়ার দর্শনার্থীদের মনে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে।

বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরী মুকরীতে দর্শনার্থীদের থাকার সুবিধার্থে রেষ্ট হাউজ স্থাপনের জন্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এছাড়া কুকরীতে অবস্থানকালে দর্শনার্থীদের সর্বাত্বক সহযোগীর জন্য তারা স্থানীয় চেয়ারম্যান প্রভাষক আবুল হাসেম মহাজনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১১:১৯:০২   ১৭৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ