চরফ্যাশনে অবৈধ সুবিধা না দেয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে অবৈধ সুবিধা না দেয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ২৫ জুন ২০১৭



---

মিজান নয়ন ।।ভোলাবাণী।। চরফ্যাশন অফিস॥ চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার’র কাছ থেকে অবৈধ সুবিধা না নিতে পেরে পরিষদের কিছু সুবিধাবাদি ইউপি সদস্য তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার সকালে চেয়ারম্যান তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন। লিখিত বক্তব্যে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার বলেন,কর্মসৃজন,এলজিএসপি, জেলে পুর্ণবাসনের চাল, গ্রাম আদালতের হাজিরা,কৃষি অফিস থেকে কৃষকের ভুর্তকি বাবদ প্রাপ্ত উপকরণ থেকে অবৈধ সুবিধা নেয়ার প্রস্তাব করে আসছিল পরিষদের কিছু সুবিধাবাদী মেম্বার। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও উপমন্ত্রী মহোদয় বিনা টাকায় বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধা জনগনের দৌড় গোড়ায় পৌছে দিচ্ছেন, কিন্তু ইউপি সদস্য আমজাদ হোসেন শাহিন ইউপি নির্বাচনের আগে জনগনের কাছ থেকে বিদ্যুৎ দেয়ার নামে প্রায় পনের লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অদ্য পর্যন্ত বিদ্যুৎ না দেয়ায় জনগন আমাকে বিষয়টি জানিয়েছে। আমি বিষয়টি তাকে জিজ্ঞেস করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। ইউপি সদস্য শাহিন পরিষদের সদস্যদেরকে ভূল বুঝিয়ে তাদের স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক কর্মকান্ড ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য অলি উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ডা.সেলিম রেজা ,ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্দোক্তা সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন কিবরিয়া, আওয়ামীলীগ নেতা মানিক সিকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:২৩:১৩   ১৭৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ