মনপুরা প্রতিনিধি • মনপুরার মেঘনায় ঢাকা থেকে আসা হাতিয়াগামী যাত্রীবাহি লঞ্চ এম ভি ফারহান-৩ এর ধাক্কায় সাত্তার মাঝির ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া ৪ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে বাসনভাঙ্গা চর সংলগ্ন মেঘনায় এই দূর্ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন, আবদুস সাত্তার মাঝি, আবদুল আলী, নজরুল ইসলাম, শফিক। এদের সবার বাড়ি তজুমুদ্দিন উপজেলায়।
আহত সাত্তার মাঝি ও লঞ্চের যাত্রীরা জানান, সকালে বাসনভাঙ্গা সংলগ্ন মেঘনায় হাতিয়াগামী ঢাকার যাত্রীবাহি এম ভি ফারহান-৩ লঞ্চ মাছ ধরা অবস্থায় জেলে ট্রলারের ওপর দিয়ে চালিয়ে দেয়। তখন জেলে ট্রলারে থাকা ৪ জেলে নদীতে পড়ে যায়। জেলেদের উদ্ধার না করে লঞ্চটি কিছুদূর চলে গেলে লঞ্চের যাত্রীরা হৈ চৈ শুরু করলে লঞ্চটি ঘুরে মেঘনা থেকে জেলেদের উদ্ধার করে মনপুরার রামনেওয়াজ ঘাটে রেখে যায়।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত
বাংলাদেশ সময়: ১৯:১৩:৩১ ৬৯৬ বার পঠিত |