আজীবন মানুষের সেবা করে যাবো: এমপি মুুকুল

প্রথম পাতা » দৌলতখান » আজীবন মানুষের সেবা করে যাবো: এমপি মুুকুল
রবিবার, ২৭ নভেম্বর ২০১৬



---আব্দুল মালেক, বোরহানউদ্দিন প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই দিন রাত ক্লান্তিহীন ভাবে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
এ তরুণ মানুষটির অক্লান্ত প্রচেষ্টায় বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন হাইস্কুল, বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতখান আবি আবদুল্লাহ কলেজ সরকারী হয়েছে। এর পূর্বে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় ৫ শত ৫১ কোটি টাকার প্রকল্প এনেছে। যাহা এ দুই উপজেলাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিল। এ আসনের মানুষের স্বপ্ন গুলো একে একে সব বাস্তবায়ন হতে যাচ্ছে এ তরুন সাংসদের হাত ধরে। অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রীজ, কালর্ভাট, নতুন বিদ্যুৎ লাইন দেয়া সহ সকল ক্ষেত্রেই তার হাতের ছোঁয়া রয়েছে।
এদিকে তার নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে কোন মানুষ যখনই কোন বিপদে পড়েছে তখন এ তরুণ সংসদের পাশে বসে তাদের সমস্যাগুলো বলে সমাধান পেয়েছে। দিন রাত মানুষের সেবাই যার একমাত্র নেশা। তার মা ও বাবা নেই। তাই তার নির্বাচনী এলাকার জনগণকে তার মা ও বাবা হিসেবে খেদমত করে যাচ্ছেন। যেখানে অনিয়ম সেখানে তার হস্তক্ষেপ। ঘুষ বাণিজ্যে সহ মাদক ও বাল্যবিবাহের উপর রয়েছে তার কঠোর নজরধারী। তার নির্দেশে সকল ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে বোরহানউদ্দিন উপজেলার দক্ষ নির্বাহী কর্মকর্তা ও দৌলতখান উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মো.আব্দুল কুদ্দূস। তাইতো এ দুই উপজেলা বাসীর মনের গভীরে স্থান করে নিয়েছে এ তরুন সংসদ।
তার নির্বাচনী এলাকার একাধিক মানুষের সাথে আলাপকালে তারা জানান, এ আসন থেকে অনেকেই এমপি হয়েছে। কিন্তু আলী আজম মুকুল এমপি’র মত এত ভালো মনের এমপি আমরা পাই নি। যখনি কোন সমস্যা পড়েছি এ নেতার কাছে গিয়েছি হাসিমুখে কাজ করে দিয়েছে। কোন রাগ নেই, কোন অহংকার নেই তার মধ্যে। আল্লাহ তাকে সুস্থতা দান করুক এই দোয়া করছি।
এছাড়া তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আ’লীগ কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের কাজ করেন। বর্তমানে এ দুই উপজেলায় সাংগঠনিক ভাবে আ’লীগ অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবধি তার নির্বাচনী এলাকায় কোন হানাহানি নেই। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই ঘোষণা দিয়ে এসেছে এ জনপদ শান্তির জনপদ থাকবে। এ দুই উপজেলার মানুষ শান্তির চাঁদরে ঢাকা থাকবে। এখন পর্যন্ত শান্তিতেই বসবাস করছে তার নির্বাচনী এলাকার মানুষ।
এদিকে তিনি তার নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদুল আযহা উদযাপন করার লক্ষ্যে গত শুক্রবার এলাকা এসেছে। তিনি এসেই দুই উপজেলার মানুষের সাথে সময় দিচ্ছে কার কি সমস্যা তা জেনে সমাধান করে যাচ্ছে।
আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র সাথে একান্ত আলাপকালে তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, এ আসন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাণিজ্যে মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আজ আমার মত অতি ক্ষুদ্র মানুষ এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রতিনিধিত্ব করছি। সত্যি আমি অনেক ভাগ্যবান মহান আল্লাহতালার অসীম রহমত। আমার মা ও বাবা নেই। আমার নির্বাচনী এলাকার জনগণ আমার মা ও বাবা। তাদের সেবায় আজীবন কাজ করতে চাই। তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কোন অপশক্তি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ।সুত্র-ভোলার সংবাদ

বাংলাদেশ সময়: ২১:০৬:০৪   ১৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ