স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলার চরফ্যাসনে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি এর আওতায় চরফ্যাসন বাজারের দুইজন উদ্যোক্তা দধি ব্যবসায়ী মোঃরিয়াজ এবং মোঃ আবু তাহেরকে দধি বসানোর মেশিন (ইউগার্ড ইনকিউবেটর) ক্রয় করার জন্য এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

৫ আগষ্ট শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় চরফ্যাশন পৌর এলাকায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)’র প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন আনুষ্ঠানিক ভাবে দুইজন উদ্যোক্তার হাতে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন।অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ফাইজুল তারেক চৌধুরী,পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ)’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ এবং পরিবার উন্নয়ন সংস্থাএফডিএ)’র আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়দেব মিস্ত্রীসহ সংস্থাটির কর্মকর্তাবৃন্দ।
দধি বসানোর মেশিন (ইউগার্ড ইনকিউবেটর) পেয়ে এক প্রতিক্রিয়ায় উদ্যোক্তা দধি ব্যবসায়ী মোঃ রিয়াজ বলেন, ইনকিউবেটর মেশিন এর মাধ্যমে দধি বসালে যেকোন মৌসুমে দ্রুত এবং কম সময়ে দধি বসে যায় পাশাপাশি ধুলা-ময়লা ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত দধি তৈরি করা সম্ভব। যা বর্তমানে চলমান প্রচলিত পদ্ধতিতে করা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:১৭ ১৩৭ বার পঠিত | অনুদানের চেক প্রদানউদ্যোক্তাএফডিএ