স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
চরফ্যাশনে ওমরপুর ইউনিয়ন থেকে গতকাল রাতে ৪ জুয়ারীকে আটক করে তাদেরকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন, মৃত: শাহেদ আলমের ছেলে মোঃ সাকিল(২৫), আবদুস সালামের ছেলে আলী আকবর(২৬), জয়নাল আবেদনের ছেলে নুরে আলম(৪০), শাহ আলমের ছেলে রায়হান।
চরফ্যাশন থানার এসআই সাইফুল ইসলাম-২, এএসআই রেজাউল করিম, রাসেল আখন, মাহাবুব আলম ও রিয়াদ হাসানের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই রাত ৮টায় ওমরপুর ইউনিয়নে আলীগাঁও ৪নং ওয়ার্ডে একটি মাছের খামারে টংঘরে তাস নিয়ে জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে।
আসামীদের থানায় নেয়ার সময় বহিরাগত আরও ১০/১২জন একত্রিত হয়ে এএসআই রাসেল ও এএসআই রিয়াদ হাসানের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই এএসআই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ইটের আঘাতে আসামি সাকিল সামান্য আহত হয়।
এই ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় এবং পুলিশের কাজে বাঁধাপ্রদান করায় পেনাল কোড আইনে ৩৩২/৩৫৩ ধারায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।আজ তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন, এরা সবাই পেশাদার তাস জুয়া খেলোয়ার।তাদের বিরুদ্ধে এলাকার মানুষ অতিষ্ঠ।
বাংলাদেশ সময়: ২২:১৫:৫১ ৫৯ বার পঠিত | চরফ্যাশনজুয়ারী আটক