চরফ্যাশন অফিস।।
চরফ্যাসনে শিমুল চন্দ্র দেবনাথ (১৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।গত শনিবার বিকেলে চরফ্যাসন পৌর শহরের ৫নং ওয়ার্ডস্থ শরীফ পাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ও হদিস না পেয়ে শিশুর মা শিলা রানী বাদী হয়ে সোমবার চরফ্যাসন থানায় সাধারন ডায়েরী করেছেন। নিখোঁজ শিমুল চন্দ্র দেবনাথ চরফ্যাসন হাসপাতাল সংলগ্ন পূর্বপাশে সড়কের ব্যবসায়ী অসীম দেবনাথের ছেলে।
নিখোঁজ শিমুলের মা শীলা রানী জানান, ঘটনার দিন বিকেলে বের থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য স্থানে খুঁজে ওছেলের সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে চরফ্যাসন থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নম্বর ৪৬৯। ছেলেটির গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল চেক শার্ট ও নেভী বুলু প্যান্ট
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো, মোরাদ হোসেন জানান, এই বিষয়ে জিডি হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৮:৪৪ ৪০ বার পঠিত |