স্টাফ রিপোর্টার, ভোলা বানী,চরফ্যাশন ।।
বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সদস্য পদ থেকে শাহাবুদ্দিন হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি নোমান সিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শাহাবুদ্দিন হাওলাদার সংগঠনের পদ পদবী পরিচয় দিয়ে গ্রামগঞ্জের সহজ সরল মানুষদেরকে সংবাদ প্রকাশের ভয়-ভীতি দেখিয়ে জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছাড়ানোসহ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে হয়রানীর অভিযোগ রয়েছে।
সম্প্রতি চরফ্যাসন উপজেলার দাদি-নাতির বিয়ে নিয়ে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করায় ওই পরিবারটি তার বিচার চেয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। তার এমন কর্মকা-সংগঠনের পরিপস্থি বলে গণ্য হয়়। এসব অসৎ কর্মকাণ্ড সংগঠনের সভাপতি ও সম্পাদকের দৃষ্টিগোচর হলে তদন্ত পূর্বক ও যাচাই করে তার সত্যতা প্রমাণিত হয়।
এমতাবস্থায়, সংগঠন পরিপস্থি কার্যকলাপের জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫২:৫৬ ৯৬ বার পঠিত |