তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
শুক্রবার, ৯ জুন ২০২৩



মেহেদী হাসান মামুন।।ভোলাবাণী

ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি নলকূপ গুলো নস্ট হয়ে অযত্ন অবহেলায় পড়ে থাকায় গরমে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এসব সরকারি নলকূপ থেকে ক্ষমতার অপব্যবহার করে অনেকে নিয়েছেন ব্যক্তিগত মটার সংযোগ।

জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেস্টা করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

 

তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।খোঁজ নিয়ে জানাগেছে, তজুমদ্দিন উপজেলায় জনগনের চাহিদা অনুযায়ী প্রতিবছর ১৩০ করে গভীর নলকূপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ কলমে হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার সংখ্যা দেখা গেলেও নেই অকেজো নলকূপের হিসাব।

 

বুধবার (৭জুন) সকালে উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপ গুলোতে ব্যক্তিগত ভাবে মটার সংযোগ দিয়ে লাইন নিয়েছেন প্রভাবশালীরা। যেকারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এবং দ্রুত নস্ট হয়ে যায় নলকূপ গুলো। কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে উম্মুক্ত ৪টি নলকূপের মধ্যে ২টি নলকূপ দীর্ঘদিন নস্ট হয়ে পড়ে রয়েছে। ইতোমধ্যে মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোন তদারকি। এদিকে অফিস চলাকালীন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

 

এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর মোঃ সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে বলেন, রয়েছে জনবল সংকট। উপজেলায় কর্মরত আছেন মাত্র ২জন মেকানিক। অনেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ভাবে মটার সংযোগ দিয়েছে। যা সরকারি নীতিমালা পরিপন্থি।

বাংলাদেশ সময়: ১৯:২০:০১   ১১০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত

আর্কাইভ