২৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘ক্রাইম রোড’

প্রথম পাতা » বিনোদন » ২৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘ক্রাইম রোড’
রবিবার, ১৯ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : ‘আইটেম কন্যা’ তকমা অনেকটাই মুছে ফেলেছেন বিপাশা কবির। চিত্রনায়িকা হিসেবে তার অভিনীত ‘বাজে ছেলে’, ‘আড়াল’, ‘গুণ্ডামি’ এই তিনটি ছবি মুক্তি পেয়েছে। আগামী ২৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে শরীফ চৌধুরী প্রযোজিত ও সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত ‘ক্রাইম রোড’ ছবিটি। এই ছবিতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বিপাশা।

সাইমন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ ছবিটি নিয়ে কথা বলেছেন বিপাশা করবি। তিনি বলেন, ছবিতে পাঁচজন বন্ধুর সম্পর্কের ফাটল এবং অন্যায়ের পথে বা বাড়ানোর নেপথ্য দেখানো হয়েছে।

তিনি বলেন, একটা সুন্দর সম্পর্কে কীভাবে ভাঙন ধরে এবং এর ফলে জীবনে কী কী কুফল দেখা দেয় তাই এই ছবির উপজীব্য। তাছাড়া এখানে সমাজের নানা রকম অপরাধের চিত্রও তুলে ধরা হয়েছে। এবং এসব থেকে বেরিয়ে আসার রাস্তা ও একটি মেসেজের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে। তাই আমি বিশ্বাস করি ছবিটি দর্শকদের সচেতন করবে।

‘ক্রাইম রোড’ ছবিতে বিপাশা ছাড়াও আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহ্ রিয়াজ, শায়লা সাবি প্রমুখ। ছবিতে বিপাশার নায়ক শাহ্ রিয়াজ। প্রায় বছর আগে শুরু হলেও মুক্তি পেতে কিছুটা দেরি হয়েছে এই ছবির। এর শুটিং হয়েছে ঢাকা, কক্সবাজার এবং দিনাজপুরে।

বিপাশা বলেন, ছবিতে অভিনয় করেছি বেশ স্বাচ্ছন্দে। এই ছবিতে আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা প্রত্যেকেই অনেক হেল্পফুল ছিলেন। শুটিং করার সময় আমি তাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি।

নিজের চরিত্র নিয়ে বিপাশা বলেন, এই ছবিতে আমি এখন নর্তকীর চরিত্রে অভিনয় করেছি। যে দেখতে অনেক সুন্দরী, স্মার্ট। ছোটবেলা থেকে মেয়েটি একজন মানুষের কাছে থেকে বড় হয়ে। একটি ছেলে তাকে পছন্দ করে। সেই ছেলেটি একসময় মেয়েটিকে ওই নর্তকীর জীবন থেকে বের করে নিয়ে আসার অনেক চেষ্টা করে। একটা সবসময় এটা নিয়ে নানা ক্লাইম্যাক্সের সৃষ্টি হয়।

বিপাশা আরও বলেন, ‘ক্রাইম রোড’ ছবিটি দর্শকদের ভালো লাগার মতো অনেক উপকরণ রয়েছে। সেটা হলে গেলে দর্শকরা বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো এটি সবার মাঝে সচেতনতা ছড়াবে। তাই সবশ্রেণির দর্শকদের উচিত ছবিটিও হলে গিয়ে দেখা।

আগামীতে বিপাশা অভিনীত দু’টি ছবি নির্মাণাধীন। একটি সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ এবং অন্যটি সরোয়ার হোসেন পরিচালিত ‘খাস জমিন’। বিপাশা জানিয়েছেন, দুটি ছবির নির্মাণ কাজ একেবারেই শেষের দিকে। এই বছরের মাঝামাঝি সময়েই ছবি দুটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১১:১৪:৪২   ১৪৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
পান্না কায়সারের চরিত্রে মিম
টিজারে তিন নায়িকার তুলকালাম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
আবারও বলিউডে ফিরছেন নয়নতারা
১ হাজার কোটির ঘরে ‘জওয়ান’

আর্কাইভ