ফ্যাশনে ক্যাপ

প্রথম পাতা » লাইফ স্টাইল » ফ্যাশনে ক্যাপ
রবিবার, ৫ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : ফ্যাশন অনুষঙ্গের ভেতরে উল্লেখযোগ্য একটি নাম ক্যাপ। নিজের রুচিশীলার পরিচয় বলুন কিংবা গরমের হাত থেকে মুক্তি, যে কোনো সময়ের জন্যই এই ক্যাপ আপনার সঙ্গী। তবে আপনার সঙ্গে ঠিক কতখানি মানাচ্ছে আপনার মাথায় থাকা ক্যাপটি তা একটু দেখে নিন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফ্যাশনের দিক থেকে ক্যাপের দিকে ঝুঁকছে।

বাজারে বিভিন্ন ধরনের কাপড়ের ক্যাপের বিভিন্নতা রয়েছে। ব্র্যান্ডের ক্যাপের মধ্যে বেইলি হ্যাটম, জ্যাকসন, বারশাহ, স্কালা, অ্যাডিডাস, রিবক, কলাম্বিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে ঢাকার বাজারে ক্যাপের মধ্যে বেগি ক্যাপের চাহিদা বেশি।  আগে শুধু ছেলেরা ক্যাপ পরলেও এখন মেয়েরাও ফ্যাশন ও গরমের কথা মাথায় রেখে ক্যাপের দিকে ঝুঁকছে।

ফ্যাশনসচেতন যে কোনো মেয়েই পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন পছন্দের ডিজাইন ও রঙের ক্যাপ। আর ক্যাপ পাওয়া যাবে হাতের কাছের যে কোনো মার্কেটেই। পছন্দের যে কোনো ব্র্যান্ডের ক্যাপ আপনি পরতে পারেন রুচিশীল পোশাকের সঙ্গে মিলিয়ে। তবে  খেয়াল রাখবেন, এই গরমে সিনথেটিক ফেব্রিক্সের চেয়ে কুল ম্যাক ফেব্রিক্স ও গ্যাবার্ডিন কাপড়ের হ্যাট ও ক্যাপ বেশি উপযোগী। আর তাই ফ্যাশনের পাশাপাশি দরদাম ও কাপড়ের বিষয় খেয়াল রেখে আপনার প্রিয় ক্যাপটি পোশাকের সঙ্গে মিলিয়ে কিনে নিন আজই।

গুলিস্তান, নিউমার্কেট, গুলশান, বনানী, উত্তরাসহ বিভিন্ন এলাকার শপিংমলগুলোতে পাওয়া যাবে পছন্দসই ক্যাপ। দাম পড়বে ১৫০ থেকে ৫০০ টাকা। তবে দামের পার্থক্য নির্ভর করবে ক্যাপের কাপড়ের ওপর। এর বাইরে বসুন্ধরা সিটিতে মিলবে ক্রিকেট খেলার সময় বিসিবির লোগো সংবলিত ক্যাপ যার মূল্য ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। নিউমার্কেটে পাওয়া যাবে ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাপ। ডিজাইন এবং কাপড়ভেদে হ্যাট পাওয়া যাবে ২০০ থেকে ২০০০ টাকার মধ্যে।

বাংলাদেশ সময়: ১৪:১১:০৩   ৬৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লাইফ স্টাইল’র আরও খবর


ইফতারে থাই বিফ সালাদ
ইফতারে প্রশান্তি দেবে চিড়া-ফলের ডেজার্ট
ভালো খেজুর চেনার উপায়
বয়স চল্লিশের পর রোজ ডিম খাওয়া কি ভালো
খালিপেটে দুধ চা আর না!
উৎসবমুখর পরিবেশে ভোলায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
ভোলার নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
কিভাবে ঘরেই তৈরি করবেন চিকেন মমো
কোন ডিমের পুষ্টি বেশি বাদামী নাকি সাদা
ভোলায় সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন পালিত

আর্কাইভ