বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী : বোরহানউদ্দিনে ঐক্য ও বন্ধুত্বের প্রতিক স্লোগানের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বাঙ্গালীর ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা-২ আসনের তরুন সংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। হাজার হাজার দর্শকের মূখরিত ও উচ্ছাসিত প্রাণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে এ উৎসব উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদদূস, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ পারুল বেগম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জাফর উল্ল্যাহ চৌধুরী, আবদুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবুল কাশেম, বোরহানউদ্দিন শিক্ষক সমিতির সভাপতি মো: বশির আহমেদ ও সাধারণ সম্পাদক বশির উল্ল্যাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১০:৪১:৫৫ ১৪৪ বার পঠিত |