চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে হামলা, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে হামলা, মামলা দিয়ে হয়রানির অভিযোগ
শনিবার, ২৩ মে ২০২০



---চরফ্যাশন অফিস, ভোলাবানী॥
চরফ্যাশনের আহাম্মদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজনকে আহত করার পর থানায় মামলা দিয়ে উল্টো  পরিবারটিকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার আহাম্মদপুর ইউনিয়নের মায়ারদোন ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এঘটনায় ইদ্রিস ও তার স্ত্রী চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও  আমির হোসেন মাঝি পক্ষের কাউকে চিকিৎসা নিতে দেখা যায়নি। আহত ইদ্রিস মাঝির ভাই ইব্রাহিম মাঝি অভিযোগ করেন, এক একর  জমিতে মাছের ঘেরের পাড় উচু করার জন্য মাটি কাটতে গেলে একই বাড়ির আমির হোসেন মাঝি, আলি মিয়া ও আলাউদ্দিন বাধা দিয়ে বিতর্কে জড়ায়, জমির মালিকানা সপক্ষে তাদের কাগজপত্র থাকলেও প্রতিপক্ষের কোন কাগজপত্র নেই। তারা স্থানীয় শালিসী সিদ্ধান্ত উপেক্ষ করে দির্ঘদিন ধরে ওই জমি  জবর দখলের পায়তারা করছে । এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ইব্রাহিম মাঝি উভয় পক্ষকে শান্ত করে বাড়ি যান। এসময় আলাউদ্দিন,আকবর,শাহাবুদ্দিন,সাহিন সরদার, ও আব্দুর রব তার ভাই ইদ্রিছ ও ইদ্রিসের স্ত্রীর উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে। তারা দেশীয় অস্ত্র এবং লোহার রড দিয়ে এলোপাতারি মারধর করে তার ভাই ্ইদ্রিস ও ভাইর স্ত্রীকে গুরুতর আহত করেছে। এসময় আত্মরক্ষার্থে  ইদ্রিস দৌড়ে ইব্রাহিম মাঝির ঘরে আশ্রয় নিলে সেখানে তাদের উপর দ্বিতীয় দফা হামলা করা হয়। তাদের অভিযোগ তাদের উপর হামলা করে উল্টো মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং তাদের একজনকে  গ্রেফতার করিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্তদের একজন মো.  আলাউদ্দিন বলেন, আমাদের সিমানার মাটি কাটায় বাঁধা দেয়ায় তারা আমার বাবাকে মারধরের কথা শুনে আমরা উত্তেজিত হয়ে ইব্রাহিম মাঝির ঘরের সামনে ছুটে যাই এবং সেখানে তারা আমাদের উপর হামলা চালিয়ে ৫জনকে আহত করেছে। আলা উদ্দিন হামলায় তাদের ৫জন আহত হয়েছে এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে দাবী করলেও সরেজমিনে গিয়ে আহতদের সকলকে বাড়িতে ঘুরা ফিরা করতে দেখা গেছে। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আমির হোসেন এবং আলাউ্িদ্দন গংরা ইদ্রিস এবং তার স্ত্রীর উপর হামলা করেছে।
দুলারহাট থানার ওসি জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে ।একজনকে গ্রেফতার করে  আদালতে সোপর্দ করেছি।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪১   ৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ