প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন ‘মোশাররফ করিম ও সাফা কবির’

প্রথম পাতা » ফটোগ্যালারী » প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন ‘মোশাররফ করিম ও সাফা কবির’
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯



---ভোলাবাণী বিনোদনঃ
প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সাফা কবির। ঈদুল আজহার জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘ডিল ডান কালাচান’।

রশিদুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। বর্তমানে নাটকটির শুটিং হচ্ছে সাভারের কিছু লোকেশনে।

নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফ করিম পেশায় একজন দলিল লেখক হলেও তার ভবিষ্যদ্বাণী ফলে যায় শতভাগ। এভাবেই এলাকায় ‘বাজিগর’ হিসেবে পরিচিতি পায় তার চরিত্র। নাটকে রয়েছে রোমান্টিক দৃশ্য এতে দেখা যাবে, সাইকেল চালিয়ে মোশাররফ করিম সাফার বাড়ির সমানে দিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় সাফা তাদের বাসার ছাদের আড়াল থেকে চিরকুটের মতো প্রেমপত্র ছুড়ে মারে।

পরিচালক তপু খান বলেন, ‘এটি একটি ইউনিক ব্যাপার যে, প্রথমবারের মতো টিভি পর্দায় একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম ও সাফা কবির। দুজনই দর্শকপ্রিয়। গল্প চিন্তা করে তাদের যুক্ত করা হয়েছে। আশা করি, গল্প ও নির্মাণের সঙ্গে তাদের অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন।’

সাফা কবির বলেন, ‘তপু খানের অসাধারণ গল্প ও লোকেশনে নাটকটিতে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে অভিনয় করায় শুটিং সময়টাও দারুণ উপভোগ করছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। আসছে ঈদে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।’

বাংলাদেশ সময়: ১২:১০:০৫   ১৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥

আর্কাইভ