চরফ্যাশনে ৫২বছর পর ফের আপিল করে প্রতিপক্ষকে জমি থেকে উৎখাতের চেষ্টার অভিযোগ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে ৫২বছর পর ফের আপিল করে প্রতিপক্ষকে জমি থেকে উৎখাতের চেষ্টার অভিযোগ
বুধবার, ২৪ এপ্রিল ২০১৯



---চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে জমিজমা বিরোধ নিস্পুত্তির ৫২বছর
পর আদালতের রায়ের বিরুদ্ধে ফের আপিল করে রুস্তম আলী গংদের ওয়ারিশদেরকে  জমি থেকে উৎখাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মোশারেফ হোসেন মশু গংদের বিরুদ্ধে। সোমবার ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এমন অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে নাজমুল হক খলিপা, নুরুল হক, নুর হোসেন, আ.আওয়াল ও রফিকুল ইসলাম স্বাক্ষরিত লিখিত বক্তব্যে তারা জানান, ১৯৪৬সনের ৩০মে কবুলিয়ত রেজি: দলিল মুলে দক্ষিণ আইচা থানার , মাঝের চর মৌজার, তৌজি ৩৪, জে.এল নং ১১২, আর এস ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৭ ও ২১৮ খতিয়ানে  ৩৯.৯৯ একর জমির মুল মালিক ছিলেন রুস্তম আলী ও তার ভাইরা। ১৯৫৬ সনে প্রতিপক্ষ আবদুল লতিফগংরা ওই খতিয়ান সমুহের মোট জমির মধ্যে ২৭ একর   জমির মালিকানা দাবী করে তাদেরকে হয়রানি করলে রুস্তম আলী বাদি হয়ে লতিফ গংদের বিবাদী করে আদালতে ৭৬/ ৫৬ নং মোকদ্দমা দায়ের করেন। ওই মোকদ্দমায় দোতরফা সূত্রে বন্টনের ডিক্রি পান রুস্তম আলী গংরা ।। ১৯৬০ সনে আবদুল লতিফ গংরা ওই রায়ের বিরুদ্ধে এম আর ৬৫৫/ ৬০ নং আপিল মোকদ্দমা দায়ের করেন। বিরোধীয় সম্পত্তিতে  রুস্তম আলী গংদের দখল রয়েছে মর্মে  বিজ্ঞ  আদালত মোকদ্দমাটি খারিজ করেন। ১৯৬২সনে আবদুল লতিফ গংরা এ রায়ের বিরুদ্ধে ৫৯৯/৬২নং মোকদ্দমা করিলে তাও খারিজ হয়। ১৯৬৫ তারা দেওয়ানী ৮/৬৫নং মোকদ্দমা দায়ের করিলে তা দোতরফা সুত্রে খারিজ হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল রিভিউ রিভিশন কিছুই করেননি প্রতিপক্ষ আবদুল লতিফগংরা। আদালতের রায়ের মাধ্যমে বিরোধ নিস্পত্তির পর দীর্ঘ ৫২বছর উক্ত সম্পত্তিতে বাড়ি,ঘর,বাগান,পুকুর এবং শস্য ক্ষেত করিয়া রুস্তম আলী গংরা  ভোগদল ছিলেন । তাদের মৃত্যুর পর তাদের ওয়ারিশ আবুল কাশেম গংরা ভোগদখলে আছেন। ৫২বছর পর এবার  আব্দুল লতিফ গংদের ওয়ারিশ মোশারেফ হোসেন মশু গংরা আবুল কাশেম গংদের বিরুদ্ধে ২০১৭সনে চরফ্যাশন যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ১৬/১৭ দায়ের করেন। বিজ্ঞ বিচারক পূবের্র রায় সমুহ বিবেচনা করে এবং দীর্ঘ ৫২বছর পর আবার একই সম্পত্তির বিরোধ নিয়ে মোকদ্দমা করায় তামাদী আইনে তা অচল বিধায় ২০১৮সনের ১২মার্চ মোকদ্দমাটি খারিজ করেন। মোকদ্দমাটি খারিজ হওয়ার পর প্রতিপক্ষ মোশারেফ হোসেন মশু গংরা মহামান্য সুুপ্রিম কোর্টের হাইকোট বিভাগে একটি আপিল মোকদ্দমা দায়ের করেন। বর্তমানে মোকদ্দমাটি চলমান আছে। বিজ্ঞ আদালতে কাশেম গংরা ওই মোদ্দমায় লিখিত জবাব দাখিল করেছেন। আদালতে মোকদ্দমাটি চলমান অবস্থায় আবদুল লতিফগংদের ওয়ারিশ মোশারেফ হোসেন মশু গংরা তাদেরকে দখলীয় জমি থেকে বেদখল করার অশুভ তৎপরতায় লিপ্ত হয়েছে। তারা ভুমি দস্যু এবং ক্যাডার ব্যবহার করে তাদেরকে খুন জখমের হুমকি দিচ্ছে বলেও লিখিত বক্তব্যে জানান। চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম রুস্তম আলীর ভাতিজা নাজমুল হক খলিপা।
অভিযুক্ত মোশারেফ হোসেন মশু জানান, আমরা পুর্ব রায়ের বিরুদ্ধে আদালতে আপিল মোকদ্দমা দায়ের করেছি। আদালত বিরোধীয় বিষয়টি ফয়সালা করবেন। প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগ সঠিক নয়।

বাংলাদেশ সময়: ৯:২৮:০৪   ৩৯৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ