দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



সেলিম রানা।। ভোলাবাণী।।

ভোলা জেলার দক্ষিণ আইচায় জলদস্যু মামলায় ২৫ বছরকরে দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি মোঃ রুবেল (৩০) ও নুর মোহাম্মদ হেজু (২৯) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

দক্ষিণ আইচায় ২৫ বছরকরে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতারথানা সূত্রে জানা যায়, গত কাল শুক্রবার ( ৫ এপ্রিল ) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে এ এস আই সাইফুল ইসলাম ও কনস্টেবল রাজিব ও জাহিদুলসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর আসামীদের কে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম ইপিজেড নামক এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

 মোঃ রুবেল পিতা, বাবুল মাঝীর ও নুর মোহাম্মদ হেজু পিতা, শহিদ কবিরাজ তারা চরমানিকা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড়ের বাসিন্দা। তাদের দুই জনকে জলদস্যু মামলায় আদালত ২৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন তারা।

এই বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান,

 আসামি নুরুল ইসলাম মাঝি ১০ বছর পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর-১৮৮/১১ চর মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

 সেই সূত্র ধরেই গতকাল শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তারের পর শনিবার (৬ এপ্রিল ) দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৭:১২   ১২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


চরফ্যাশনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
দক্ষিণ আইচা মসজিদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্ভোগ
কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না-ওসি এরশাদুল হক ভুঁইয়া
দক্ষিন আইচা থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ
৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি
চরফ্যাশনে ঘর পেয়েছেন গৃহহীন-ভূমিহীন ১১০৭ পরিবার
রিমেল দুর্গত ৫শত পরিবারে মধ্যে চরপাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে

আর্কাইভ