জমি নিয়ে বিরোধ চরফ্যাশনে নিহত-১ আটক -৩

প্রথম পাতা » চরফ্যাশন » জমি নিয়ে বিরোধ চরফ্যাশনে নিহত-১ আটক -৩
শনিবার, ২০ এপ্রিল ২০১৯



---

চরফ্যাশনঅফিস, ভোলা বানী॥
চরফ্যাশনে বিরোধীয় জমিতে রোপনকৃত মুগডাল তোলায় বাঁধা দিতে গিয়ে গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষ বোন ভগ্নিপতি এবং তাদের সন্তানদের হামলায় একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ (৬৫)। সে আছলামপুর ১নং ওয়ার্ডস্থ আলীগাঁও গ্রামের  মৃত ক্ষেত্র মোহন দেবনাথের ছেলে। স্বজনরা তাকে গুরুতর অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এঘটনায় নিহতের ভগ্নিপতি শ্রীবাস চন্দ্র দেবনাথ (৬০),বোন অঞ্জলী রানী দেবনাথ(৫০)ও ভাগিনা সুমন (৩০) কে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ । এঘটনায় মামলার প্রস্তুত্তি চলছে। চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হক এতথ্য নিশ্চিত করেছেন।
এঘটনায় উভয় পক্ষের ৪জন  আহত হয়েছেন। এরা হলেন নিহতের স্ত্রী ভগবতী রানী(৫৫) ও মেয়ে লিপি রানী দেবনাথ(২৪) এবং প্রতিপক্ষ ভগ্নিপতি শ্রীবাস চন্দ্র দেবনাথ(৬০),বোন অঞ্জলী রানী দেবনাথ(৫০)। ।
নিহতের স্ত্রী ভগবতী রানী বলেন, আমার স্বামীর পিতার মালিকানাধীন ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমিতে জোড় পুর্বক ডাল রোপন করে ভগ্নিপতি শ্রীবাস। ঘটনার সময় শ্রীবাস,তার স্ত্রী ও ছেলেরা ডাল তুলতে গেলে আমার স্বামী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বাঁধা দেয়। এসময় তারা আমার স্বামীকে পিটিয়ে ও মাছ ধরার কোচ দিয়ে কুপিয়ে হত্যা করে এবং আমাকেও আমার মেয়েকে পিটিয়েও কুপিয়ে আহত করে।
প্রতিপক্ষ ভগ্নিপতি শ্রীবাস চন্দ্র দেবনাথ বলেন,আমার শশুড়ের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমিতে আমরা মুগডাল রোপন করি। তা তুলতে গেলে ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বাঁধা দেয় এবং আমাকে কুপিয়ে আহত করে। পরে আমি ও আমার ছেলেরা আতœরক্ষার্থে তার উপর হামলা চালাই।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সিরাজ উদ্দিন জানান,হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। তার মাথা ও বাম পাজড়ে মাছ ধরার কোচের  আঘাতের একাধিক ক্ষত ছিল।
চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হক বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের ভগ্নিপতি শ্রীবাস

বাংলাদেশ সময়: ০:০০:০৪   ৬৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ