চরফ্যাশনে তরমুজের ভালো ফলন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে তরমুজের ভালো ফলন
সোমবার, ২৫ মার্চ ২০১৯



---

মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী
চরফ্যাশন উপজেলায় তরমুজের ভালো ফলন হয়েছে। এ বছর এ অঞ্চলে ৯হাজার ২শ ৭০হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ করা হয়েছে। উপজেলার মুজিব নগর ,চরকলমি নুরাবাদ ও নীলকমলসহ বেশ কিছু ইউনিয়ন ঘুরে দৃষ্টিনন্দন তরমুজের ফলন দেখা গেছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে বলে জানান, নীলকমল ইউনিয়নের বাসিন্দা সুমন জানান,তিনি চর যমুনায় ১৯ একর জমিতে তরমুজের চাষ করেছেন। আশার অধিক ফলন হয়েছে। শেষ সময় পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে কষ্টার্জিত উপার্জন পাবেন। নুরাবাদ ইউনিয়নের কৃষক আহাম্মদ উল্লাহ জানান , গতবছরের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে। কর্তন শুরু করেছেন। পাইকাররা আসছেন তরমুজ নিতে , পাইকার খলিল উল্যাহ দেওয়ান বলেন, আমরা ঢাকায় পাঠানোর জন্য আগাম ফসল কিনছি। ঢাকায় প্রতি পিস তরমুজ ১৫০-২০০ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছি। ইতোমধ্যে চরফ্যাশনের খুচরা বিক্রেতার বাজারে আগাম তরমুজ বিক্রি শুরু করেছেন। খোঁজ নিয়ে জানাগেছে, চরফ্যাশন বাজারে প্রতি পিস তরমুজ ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলেন, আগাম ফসল তাই দাম একটু বেশী। আমরাও মাঠ থেকে বেশী দামে কিনতে হচ্ছে। গত বছর বৃষ্টি হওয়ায় ভালো দাম পাইনি, এবছর যদি বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগ না হয় তবে গতবছরের লোকসান কাটিয়ে উঠতে পারবো বলে আশা করি।
চরফ্যশন উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার বলেন,এবছর তরমুজের ভালো ফলন দেখে চাষীরা আনন্দিত। অনেকে আগ্রহে আছেন ফল কর্তনের জন্য, কেউ কেউ কর্তন শুরু করেছেন। সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগে বর্ষার পানি জমে প্রায় ২হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:০২:৫১   ৩৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ