চরফ্যাশনে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সোমবার রাতে  এক কিশোরী (১৩) কে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷
কিশোরী অভিযোগ করেন, গত সোমবার রাতে খাবার খেয়ে কিশোরী ৫ বছর বয়সী ছোট ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন ৷ ওই রাতে প্রতিবেশী মালেক সরকারের বিবাহিত ছেলে জুয়েল ও হারুন খনকারের ছেলে শরিফ বসত ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে৷ কিশোরীর চিৎকারে পাশের ঘরে থাকা কিশোরীর বৃদ্ধ দাদা নুর মোহাম্মদ ও দাদি চাঁনমেহেরসহ প্রতিবেশীরা ছুটে এলে জুয়েল ও হারুন ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়৷ ঘটনার সময় ঝাপটা-ঝাপটিতে জুয়েলের ব্যবহৃত মোবাইল ফোন কিশোরীর ঘরে ফেলে যায়৷ ঘটনার রাতে ঘটনাস্থল পরিদর্শন কালে দুলারহাট থানা পুলিশ মোবাইল ফোনটি জব্দ করেছে৷
কিশোরীর দাদা নুরমোহাম্মদ জানান, কিশোরীর বাবা ঢাকায় থাকেন৷ কিছুদিন আগে মা ঢাকায় যান বাবার কাছে৷ ঘটনার রাতে কিশোরী ও তার ছোট ভাই মেহেদী হাসান ছাড়া ঘরে আর কেউ ছিল না।এই সুযোগে তারা এই ঘটনা ঘটায়। কিশোরীর বাবা মা বাড়ি এলে এঘটনায় আইনী আশ্রয় নিবেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তারা গা ঢাকা দেয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানাযায়নি। অভিযুক্ত জুয়েলের পিতা মালেক সরকার বলেন, কি হয়েছে সেটা জুয়েল জানে। তবে আমি ঘটনার বিষয়ে শুনেছি। বিষয়টি গনমান্যরা এলাকায় বসে ফয়সালা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
দুলারহাট থানার ওসি মো,মিজানুর রহমান পাটোয়ারী জানান, ঘটনাস্থল পরিদর্শন কালে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেটি অভিযুক্তদের মধ্যে যে কোন এক জনের হবে। কিশোরীর বাবা-মা বাড়ি নাই। তারা এসে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৭   ৪০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ