চরফ্যাশনে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২৫ দোকান ॥ বিদ্যুৎ স্পৃষ্টে জেনারেটর মেকানিক আহত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২৫ দোকান ॥ বিদ্যুৎ স্পৃষ্টে জেনারেটর মেকানিক আহত
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯



মিজান নয়ন,চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার গভীর রাতে  চরফ্যাশন সদর রোডের রাকিব মটরস থেকে জনতা রোডের মজিবল হক সুপার মার্কেট পর্যন্ত সীমানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ব্যবসায়ীক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে চরফ্যাশন ফায়ার সার্ভিস অফিস সুত্র অগ্নিকান্ডে ক্ষতির পরিমান আনুমানিক দেড়কোটি টাকা বলে জানিয়েছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ১২টি গার্মেন্টস, ৪টি বই’র দোকান, ২টি মুদি এবং বাকী ৭টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য সাবেক পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদন জানিয়ে তাদেরকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
এদিকে  সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ঠিক করতে রুপালী ব্যাংকের দোতলায় উঠে বিদ্যুৎ স্পৃষ্টে পৌরসভা ৯নং ওয়ার্ডের মতলবের ছেলে জেনারেটর মেকানিক শরীফ গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠিয়েছেন। চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক ডা.হিলারী ইয়াছমিন জানিয়েছেন, আহতের শরীরের ৫০শতাংশ পুড়ে গেছে। বিদ্যুৎ স্পৃষ্টে শরীফ গুরুতর আহতের ঘটনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থলে বিদ্যুৎ চালু রাখায় বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।
চরফ্যাশন বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী দিপক মিস্ত্রি জানান, সেবা লাইন চালু ছিলনা। উপরের ১১হাজার ভোল্টের তারের উপর দিয়ে ছিকন তার অপর প্রান্তে ছুড়তে গিয়ে তিনি বিদুৎতায়িত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪০   ২৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ