চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থী চুড়ান্ত হবে আজ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থী চুড়ান্ত হবে আজ
রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস ও বেলাল মাহমুদ,চরফ্যাশন থানা প্রতিনিধি, ভোলা বানী॥

চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের মাঠে ভোটারদের কাছে  দৌড়ঝাপ করছেন।  সোমবার  কাউন্সিলরদের ভোটে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনীত করা হবে।

দলীয় সূত্রে জানাগেছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত  আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. ছাদেক মিয়া, উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্যাহ সবুজ, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য জয়নাল আবেদীন মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ও  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল এমরান,তাতীলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা ফরম সংগ্রহ করেছেন।  পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের প্রত্যক্ষভোটে দলীয় প্রার্থী মনোনীত করা হবে। সোমবার অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজে ৫৩৭জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী মনোনীত করবেন। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন টুলু এবং চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির উপস্থিতিতে ভোটগ্রহন করা হবে বলে দলীয় সুত্রে জানাগেছে।

বাংলাদেশ সময়: ২২:০৯:৩১   ৪৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ