নদীতে জাল পাতা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

প্রথম পাতা » চরফ্যাশন » নদীতে জাল পাতা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭



---চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে মেঘনা নদীর কালকিনির চর নামক স্থানে মাছ ধরতে গিয়ে নদীতে জাল পাতাকে কেন্দ্র করে ১৫ মাঝি মাল্লা আহত হয়েছে। আজ সোমবার মান্নান মাঝি ও আবু মাঝি গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়। তাদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আবু মাঝি(৩০), নুর হোসেন(৩৫), কবির(৩০), আক্তার(৩০), আজাহার(৫৫), আছলাম(৫০), নজরুল(৬০), কামাল(১৮), মনির হোসেন মাঝি(৪০), জামাল(২৮), এছাহাক খা(৩৪), আঃ আজিজ, (৩৭) আমজাদ(৩০), এশাহাক(২৮) ও ইসমাইল(৩৫)।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, আহতদের মধ্যে আবু মাঝির সামনের দুটি দাঁত ভেঙ্গে গেছে, এছাড়া অন্যরা কম-বেশী আহত হয়েছেন।
এ ঘটনায় মান্নান মাঝি গ্রুপ এবং আবু মাঝি গ্রুপ একে অপরকে দায়ী করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরে আলম মাষ্টার বলেন, আমার জানামতে আবু মাঝি গ্রুপ ঘটনাস্থলে জাল পাতে প্রথমে। পরে মন্নান মাঝি গ্রুপ জাল পাততে গেলে আবু মাঝি গ্রুপ বাঁধা দেয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়।
চরফ্যাশন থানার ওসি ম. এনামূল হক জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৫৮:১৬   ১৩৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে: এমপি জ্যাকব
চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন, বিএনপির ৪ নেতা গ্রেফতার
চরফ্যাশনে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন,থানায় মামলা
চরফ্যাসনে গভীর রাতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে হাক-ডাকে মাছ বিক্রি
মেঘনা নদীর পাড় থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
সাংবাদিক হাসান লিটনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, অভিযোগ দায়ের
চরফ্যাশনে অবরোধের শুরুতে জেলেদের ভিজিএফ চাল দেয়ার দাবী
জিডির তিন মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর টাকা
সাংবাদিক কন্যা সাদিয়ার বৃত্তি লাভ

আর্কাইভ