বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: উপ-মন্ত্রী জ্যাকব

প্রথম পাতা » চরফ্যাশন » বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: উপ-মন্ত্রী জ্যাকব
রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭



---ভোলাবাণী :বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করে বলেই আজ দেশে সকল স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হচ্ছে। শনিবার চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে দশ বছর যাবৎ আর্থ সামাজিক কল্যাণে বাংলাদেশপ্রেমী কুয়েতী দানবীর মেহমানদের সম্মানে এক সংবর্ধনা সভায় উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ কথা বলেন।

চরফ্যাশন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আয়োজনে কুয়েতী দানবীর ও মসজিদ আল- গাণেম আল- উসমান সংস্থার কুয়েত এর চেয়ারম্যান শাইখ ড. খালেদ মোহাম্মদ আল সুবাইহি কে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মসজিদ আল গানেম আল উসমান সংস্থার কুয়েত এর চেয়ারম্যান শাইখ ড. খালেদ মোহাম্মদ আল সুবাইহি বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শাইখ হামেদ আল রেফায়ী, শাইখ ড. মোস্তফা আইয়ূব, শাইখ আব্দুল আজিজ আল হামদ, শাইখ ইয়াহইয়া আল মান্নায়ি, শাইখ ইব্রাহিম আল ইয়াসিন, শাইখ হামেদ আল উবাইদ, শাইখ নাসের আল মুহারিব, শাউদ আল মুসাল্লাম, শাইখা সোয়াদ আল মুসাল্লাম, শাইখা মারিয়াম আল মাসাল্লাম ও বাংলাদেশের কুয়েত সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকির হোসেন।

প্রধান অতিথি শাইখ ডঃ খালেদ মুহাম্মদ আল সুবাইহি তার বক্তব্যে বলেন, উপমন্ত্রী বিমানে অবস্থানকালে আমাকে চরফ্যাশনের মসজিদ, মাদ্রাসা এবং টিউবওয়েল সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তৌফিক দিলে আমরা উপমন্ত্রীর পাশে থেকে এসকল সমস্যা সমাধানে কাজ করবো। তিনি তার বক্তব্যে কুয়েতী মেহমানদের পক্ষে পুলিশ, সাংবাদিক ও উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার বক্তব্যে আরো বলেন. স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদীদের ঠাই হবে না। শেখ হাছিনার উন্নয়নকে নস্যাৎ করার জন্যে বিএনপি জোট জঙ্গীবাদের সৃষ্টি করেছে। ২০০১ সালের নিবার্চনের পর বিএনপি জামাত ধর্মের নামে রাজনীতি পরিচালনা করলেও ওই সময় কিন্তু চরফ্যাশনের একটি মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়নি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে অন্যান্য উন্নয়নের সাথে মসজিদ মাদ্রাসার উন্নয়নও অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় এই উপকূলীয় এলাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ আমরা আবার নতুন করে মসজিদ আল গানেম আল উসমান সংস্থার কুয়েত এর মাধ্যমে চরফ্যাশন –মনপুরার সকল মসজিদ মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করবো। কুয়েত থেকে আগত এসকল মেহমানদের সংবর্ধণা প্রদান কালে ফ্যাশন স্কয়ারে চরফ্যাশন পৌর শহরসহ প্রত্যন্ত অঞ্চলের মসজিদের ঈমাম, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ হাজার হাজার হাজার মানুষের সমাগম হয়।

এর আগে দুপুর পৌনে একটায় আর এন্ড আর এভিয়েশনের দুটি হেলিকপ্টার যোগে বাংলাদেশের পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ মেহমানরা চরফ্যাশন টিবি স্কুল মাঠে অবতরণ করলে অপেক্ষমান হাজার হাজার জনতা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ সময়: ১০:০৯:১৪   ২৪৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ