উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে- কুকরি-মুকরিতে জ্যাকব

প্রথম পাতা » দক্ষিণ আইচা » উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে- কুকরি-মুকরিতে জ্যাকব
বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮



---।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: ‘৩০ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়েছে কুকরি-মুকরি ইউনিয়ন উঠান বৈঠক। এ সময় কুকরি-মুকরি ইউনিয়নের হাজারো নারী পুরুষের ঢল নামে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১২ নভেম্বর) কুকরি-মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধান অতিথীর বক্তব্যে আ’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া এদেশে আর কোন সরকারই উন্নয়ন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বিগত দিনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দুর্নীতি আর লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণে দেশ অনেক পিছিয়ে ছিল। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

প্রচারণার লক্ষে পর্যায়ক্রমে জ্যাকব তাঁর নির্বাচনী এলাকার মনপুরা উপজেলা, ঢালচর ও চর পাতিলা ইউনিয়নে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বিগত দশ বছরের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় চরাঞ্চলের সাধারন মানুয়ের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। উপকূল রক্ষায় নৌকায় ভোট দিন। আওয়ামী লীগ সরকার দেশের উপকূলীয় অঞ্চলসমূহে অভুতপূর্ব উন্নয়ন করেছে। যার বিন্দুমাত্র উদাহরণ বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরি। বিচ্ছিন্ন এ দ্বীপে আধুনিক গেস্ট হাউজ, সুইমিংপুল, হ্যালিপেড, রাস্তাঘাট, পুল কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার ভবন নির্মাণ হয়েছে। আজ তা দৃশ্যমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিবিভূতিভূষণ বাবুল ও সাধারণ সম্পাদক শাহজাহান খোকনের সম্পাদনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, কুকরি-মুকরি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নাছির উদ্দিন মজুমদারসহ ইউপি সদস্যবৃন্দএবং অন্যান্য অঙ্গসংগঠন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৬   ৪৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ