আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ একটি উন্নত দেশ গড়বো॥ভিডিও কনফারেন্সে উপমন্ত্রী জ্যাকব

প্রথম পাতা » চরফ্যাশন » আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ একটি উন্নত দেশ গড়বো॥ভিডিও কনফারেন্সে উপমন্ত্রী জ্যাকব
বুধবার, ৭ নভেম্বর ২০১৮



---মিজান নয়ন॥ভোলা বানী॥চরফ্যাশন অফিস॥ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, তফসিল ঘোষনার আগে উন্নয়ন প্রকল্পের এই ভিত্তি প্রস্তর স্থাপন একটি ঐতিহাসিক দিন। আমরা উপকূলীয় জনগনকে রক্ষার জন্য সবুজ বেষ্টনী করেছি। আমরা আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ এবং একটি উন্নত দেশ গড়বো।
গতকাল বুধবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ৬ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন ফরেস্ট রেঞ্জর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বিএনপির সময় দেশে ফরেস্টের কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ফরেস্টকে ৭ শতাংশ থেকে ২২ শতাংশে উন্নতি করেছে। প্লাবন ঝড় বন্যা থেকে উপকুলের মানুষকে রক্ষা করার জন্য সারাদেশে সবুজ বেষ্টনি বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে।
সারা দেশের পরিবেশ রক্ষার জন্য সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। ঢাকার আশপাশের বুড়িগঙ্গা ও  তুরাগসহ নদীগুলো পরিস্কার করে পরিবেশ রক্ষার জন্য পরিবেশ মন্ত্রণালয় ১১ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কাজ হাতে নিয়েছে। বিভিন্ন ট্যানারী এবং ফ্যাক্টোরি থেকে রাসায়নিক বর্জ  নির্গমন হয়ে আমাদের দেশের ফসলী  জমি এবং পরিবেশ  নষ্ট করছে।  সেসব ডাইং ও ওয়াসিং ফ্যাক্টরিতে ইটিবি স্থাপনের জন্য ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় সারাদেশে ব্যাপক অভিযান পরিচালনা অব্যাহত আছে। পরিবেশ বিনষ্টকারী পলিথিন ফ্যাক্টরী বন্ধ করতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে এবং যার ফলে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে।
উপকূলীয় বন বিভাগ ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা’র সভাপত্বিতে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহাম্মদ শুভ্রসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জানাগেছে,ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে উপকূলীয় বন বিভাগ,ভোলা প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৯   ২৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ