চরফ্যাশনে সাংবাদিক ও সুধীজনের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে সাংবাদিক ও সুধীজনের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়
বুধবার, ২৪ অক্টোবর ২০১৮



---চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥
সন্ত্রাস,খুন,গুম, ইভটিজিং ও মাদক দ্রব্য নির্মুলে ইনসাপ ও ন্যায় নীতি প্রতিষ্ঠায়  সুশীল সমাজ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে  ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা কর্মীরা।
মঙ্গলবার বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিন শাখার আয়োজনে চরফ্যাশন থানা রোডস্থ আইএবি জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভায়  ভোলা-৩ (লালমোহান- তজুমুদ্দিন) আসনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মো. মোসলেহ উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিন’র সভাপতি ফয়সল আহাম্মদের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ ইসহাক ফরিদী, ভোলা জেলা উত্তর’র সভাপতি মাওলানা মো.সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরনবী, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মাওলানা এনায়েত উল্লাহ সাইদ ও মো.ইকবাল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ৩শ আসনে আমাদের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।  বড় দু’দল একে অপরকে চোর বলে আখ্যায়িত করে। একে অপরকে দোষারপ করে জনগনের মন বুলিয়ে নির্বাচিত হয়ে জনগনের জান-মালের নিরাপত্তা দিতে পারে না। তাই এদের পরিহার করে আমাদের দলকে নির্বাচিত করুন। আমদের পাখা মার্কা বাস্তব জীবন বিধান নিয়ে কথা বলে। আমরা নির্বাচিত হলে জনগনের জানমালের নিরাপত্তা দিতে প্রতিজ্ঞা বদ্ধ। ভোলা- ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাওঃ মুহাম্মদ মহিবুল্লাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক ও সুধিজনদেরকে শুভেচ্ছা জানান। তিনি চরফ্যাশন এসে গণসংযোগ করবেন বলে জানিয়েছেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের চরফ্যাশন শাখার সদস্যরা এসভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০৩:২৯   ৫৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ