ভোলায় ডায়াবেটিক সমিতির সদস্যদের সাথে নাটাবের মতবিনিময় সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ডায়াবেটিক সমিতির সদস্যদের সাথে নাটাবের মতবিনিময় সভা
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী ।।
ভোলায় ‘যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ডায়াবেটিক সমিতি সদস্যদের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার মোঃ তৈয়বুর রহমান। যক্ষ্মা রোগের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ও নাটাব ভোলা শাখার সম্পাদক ডাঃ মোঃ আবদুল মালেক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ সাইদুর রহমান মাসুদ। এসময় ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণত বদ্ধ, স্যাঁত স্যাঁতে, ঘনবসতিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝেই যক্ষ্মা বা টিবি রোগের প্রকোপ বেশি দেখা যায়। যক্ষ্মা বা টিবির জীবাণুর সংক্রামণ বৈশিষ্ট্যের কারণেই এমনটি হয়। এ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতার মাত্রা কম থাকায় এ রোগের বিভিন্ন লক্ষণ বা উপসর্গ সর্ম্পকে আক্রান্ত জনগোষ্ঠীর সিংহভাগেরই তেমন ভালো কোনো ধারণা নেই। মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামের এক ধরনের জীবাণু থেকে এ রোগ ছড়ায়। আক্রান্ত রোগীর কফ থেকে এ রোগের জীবাণু একজনের দেহ থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। এ রোগের কোন নির্দিষ্ট সুপ্ত কাল নেই। যেসব রোগী ৩ সপ্তাহের বেশি জ্বরে ভোগে তাদের ৩৩ শতাংশ যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় আশঙ্কা থাকে। যাদের কাছ থেকে যক্ষ্মা রোগ ছড়াতে পারে তাদের বলা হয় ‘ওপেন কেস’। এদের কফ থেকে সব সময় জীবালু বাসাতে ছড়িয়ে পড়ে। তাই এদের সাথে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোগীর হাঁচি কাশির সাথে সাধারণত রোগ জীবাণু বাইরে আসে। রোগীর ব্যবহার করা কোনো জিনিস যেমন থালা বাটি গ্লাস ও পরিধেয় বস্ত্রাদির মধ্যদিয়ে এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বললেই চলে। বুকের মধ্যে রক্তের ইএসআর, কফ পরীক্ষা এবং টিউবার কিউলিন বা মনটেস্ট টেস্ট করে যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। বিসিজি ভ্যাকসিন ৮০ শতাংশ ক্ষেত্রে যক্ষ্মা প্রতিরোধ করতে পারে। তিনি ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দকে যক্ষ্মা বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আহবান জানান।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০৩   ২৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন

আর্কাইভ