মনপুরায় সাবরেজিস্টার অফিসের অফিস সহকারির মৃতদেহ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় সাবরেজিস্টার অফিসের অফিস সহকারির মৃতদেহ উদ্ধার
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮



---।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় সাবরেজিস্টার অফিসের তিনতলা বিশ্রামাগারের একটি কক্ষের তালা ভেঙ্গে অফিস সহকারির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল আজিজ ভূঞার উপস্থিতিতে ওসি ফোরকান আলী দরজা ভেঙ্গে ওই কক্ষের মেঝে থেকে মৃতদেহ উদ্ধার করে। এই সময় হাসপাতালের আবাসিক ডাক্তার মোঃ পলাশ পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে অফিস সহকারি মৃত্যু হয়। তবে কখন মৃত্যু হয় তিনি জানাননি। উদ্ধারকৃত অফিস সহকারি হলেন, ভোলার ধনিয়া ইউনিয়নের মোসলেহউদ্দিন চৌকিদারের ছেলে মোঃ শাহে আলম (৫৫)।
জানা যায়, মনপুরা সাবরেজিস্টার অফিসের তিন তলায় অফিসের স্টাফদের থাকার জন্য বিশ্রামাগার রয়েছে। প্রতিদিনেরমত অফিস সহকারি রাতের খাবার খেয়ে বিশ্রামাগারের একটি কক্ষে ঘুমাতে যায়। সকাল ৯ টায় সাবরেজিস্টার মোঃ রাসেল মল্লিক ওই কক্ষের সামনে গিয়ে অফিস সহকারিকে একাধিকবার ডাক দেন। কিন্তু কক্ষের ভিতর থেকে কোন উত্তর না পেয়ে সন্দেহ হয়। পরে অফিসের অন্যান্য স্ট্যাফরা এসে জানালা দিয়ে দেখে অফিস সহকারি মেঝেতে পরে রয়েছে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে।
মনপুরা থানান ওসি ফোরকান আলী জানান, খবরপেয়ে বিশ্রামগারের দরজা ভেঙ্গে সাবরেজিস্টার অফিসের অফিস সহকারির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। উর্ধ্বতন অফিসারের পরামর্শে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞা জানান, ভোলায় লাশের পরিবারবর্গদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের মতামত ও আইনি দিক পর্যালোচনা শেষে মৃতদেহ আতœীয়দের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫৩   ২২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ