ইসলামী ব্যাংক ভোলা শাখার বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইসলামী ব্যাংক ভোলা শাখার বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮



---এম মইনুল এহসান ।।ভোলাবাণী।।
“সবুজে বাচি, সবুজ বাচাই, নগর প্রাণ-প্রকৃতি সাজাই” সরকারের এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভোলা শাখার উদ্যোগে আরডিএস প্রকল্পের সদস্যদের মাঝে ফলের বৃক্ষ বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি ২০১৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার আলগী গ্রামের এ্যাডভোকেট ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামী ব্যাংক ভোলা শাখার “বৃক্ষ রোপন কর্মসূচি ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুন নবী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ভোলা শাখার শাখা প্রধান ও এসএভিপি মুহাম্মদ আবুল কালাম আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা উদ্ভিদ সম্প্রসারন কর্মকর্তা মো: মোস্তফা কামাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসুচি ২০১৮ এর আনুষ্ঠানিত শুভ উদ্ভোধন ঘোষনা করেন ইসলামী ব্যাংক ভোলা শাখার আরডিএস প্রকল্প কর্মকর্তা মো: কামাল হোসেন। সহকারী প্রকল্প কর্মকর্তা সৈয়দ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুনিয়র ইউনিট অফিসার মো: নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক ভোলা শাখার শাখা প্রধান ও এসএভিপি মুহাম্মদ আবুল কালাম আল আজাদ বলেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে সরকার সারাদেশে ৩০ লাখ গাছের চারা রোপনের ঘোষনা দিয়েছেন। ইসলামী ব্যাংক সরকারের ঘোষিত কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করে সারাদেশে ১১ লক্ষ গাছের চারা বিতরনের ঘোষনা দিয়েছে। এরই অংশ হিসেবে আজ ইসলামী ব্যাংক ভোলা শাখা বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করছে। ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩২০০টি গাছের চারা বিতরন করা হবে। এসময় তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো: নুরুন নবী বলেন, গ্রীন হাউসের প্রভাবে আমাদের পৃথিবী ক্রমশ বসবাসের অনুপোযুগী হয়ে উঠেছে। জলবায়ু পরির্বতন হচ্ছে। জলবায়ুর পরির্বতনের বিরুপ প্রভাব মোকাবেলার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে জলবায়ু পরির্বতনের ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১১:৫০:১৫   ১৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ