চরফ্যাশন প্রতিনিধি: ভোলাবাণী : ভোলার চরফ্যাশনে মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই কমিটিতে অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের না রাখার দাবী জানিয়েছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামসহ একাদিক মুক্তিযোদ্ধা।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম জানান, গত ২০ নভেম্বর মুক্তিযোদ্ধা আ. খালেক বাদী হয়ে গ্রেজেটভুক্ত ভূয়া ৫০ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওইসব অভিযুক্ত মুক্তিযোদ্ধারা আ. খালেককে তার অভিযোগ পত্র তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করতেছেন। অভিযুক্ত ব্যাক্তিরা যাচাই বাচাই কমিটিতে থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধা ও ভূয়া মুক্তিযোদ্ধা চিহিৃত করা যাবে না। তিনি গঠন তন্ত্রের ৯ এর ক ধারানুযায়ী যাচাই বাচাই করার জন্য দাবী জানান।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারী চরফ্যাশনে তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা ও তালিকা ভুক্তির আবেদিত মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ৯:৪৭:১৬ ১৩৯ বার পঠিত |