চরফ্যাশনে উদ্ধার চট্রগ্রাম থেকে অপহৃত শিশু, ৫০ঘন্টা পর বাবাকে পেয়ে শিশুর প্রলাপ ‘আব্বু মা কই?”

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে উদ্ধার চট্রগ্রাম থেকে অপহৃত শিশু, ৫০ঘন্টা পর বাবাকে পেয়ে শিশুর প্রলাপ ‘আব্বু মা কই?”
শনিবার, ১৬ জুন ২০১৮



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
চার বছরের শিশু কতটুকুই-বা বুঝ। বাবা মাকে হারানোর ৫০ঘন্টা পর বাবাকে পেয়েই লাফিয়ে কোলে উঠেই ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে সে। আর বলে আব্বু মা কই? মেয়েকে পেয়ে আবেগ আফ্লুত হয়ে পড়েন শিশুটির বাবাও। মেয়ের প্রশ্নের জবাব তাৎক্ষনিক দিতে পারেন নি বাবা সোহেল। পড়ে অবশ্য বলেছেন তোমার মা বাড়িতে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে বাবার কোলে চড়ে প্রায় ৫মিনিট কেঁদেছে ৪বছরের শিশু সামিয়া। পরে আস্তে আস্তে শান্ত হয়েছে শিশুটি।
চট্রগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অপহরণের ২৯ঘন্টা পর চরফ্যাশন থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া শিশুটিকে নিতে এসে চরফ্যাশন থানায় শিশুর বাবা সোহেল স্থানীয় সংবাদকর্মীদের জানায়, কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানার আদ্রা ইউনিয়নের পূজকরা গ্রামের তাদের বাড়ি।তিনি সবজি ব্যবসায়ী। ব্যবসায়ীক কারণে বর্তমানে তারা স্বপরিবারে চট্রগ্রামের পতেঙ্গা থানার খেঁজুর তলা রোডের আজম জমিদারের বাসায় ভাড়া থাকেন। একই সাথে ভাড়া থাকতেন কুমিল্লা জেলার শাকপুর গ্রামের বজলুর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী শাখাওয়াত। বছর খানেক আগে সে ওই বাসা ছেড়ে অন্যত্রে চলে গেলেও মাঝে মধ্যে সোহেলের বাসায় আসতো সাখাওয়াত।  ১৩ জুন বুধবার ইফতারের পরে সোহেলের বাসায় যায় সাখাওয়াত।  এসময় সোহেলের স্ত্রী রুজিনা বেগম ইফতার শেষে নামাজ পড়ছিল। সাখাওয়াত শিশু সামিয়াকে চিপ্স কিনে দেয়ার কথা বলে বাহিরে এনে তাকে নিয়ে কৌশলে সটকে পড়ে। তখন মোবাইলে আলাপ কালে সাখাওয়াত ১০হাজার টাকা মুক্তিপন দাবী করে।  সোহেল ৫হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলে ফোন বন্দ করে দেয় সাখাওয়াত । পরে অনেক খুঁজেও শিশুটিকে না পেয়ে শিশুর পিতা সোহেল বাদী হয়ে ১৪ জুন পতেঙ্গা মডেল থানায় সাখাওয়াতকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। থানা পুলিশ অপহৃত শিশুটিকে উদ্ধার এবং আসামীকে গ্রেফতার অভিযানে সাখাওয়াতের বাড়ি গেলে তার মা জানায় সাখাওয়াত স্ত্রী এবং শিশু সামিয়াকে নিয়ে চরফ্যাশনে তার শশুড় বাড়ি আছে। থানা পুলিশ বিষয়টি চরফ্যাশন থানার ওসিকে জানালে ১৪জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জিন্নাগড় ৯নম্বর ওয়ার্ডস্থ সাখাওয়াতের শশুড় বাড়িতে অভিযান চালিয়ে শিশু সামিয়াকে উদ্ধার এবং সাখাওয়াতের স্ত্রী কমলাকে আটক করে চরফ্যাশন থানা পুলিশ। তবে মামলায় অভিযুক্ত আসামী সাখাওয়াতকে গ্রেফতার করা যায়নি। শুক্রবার রাত সাড়ে ৮টায় পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার প্রকাশ প্রণয় দে সঙ্গীয় ফোর্স এবং শিশুর পিতাসহ চরফ্যাশন থানায় এসে আটককৃত কমলা এবং উদ্ধারকৃত শিশু সামিয়াকে তাদের জিম্মায় নেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান,অপহরণকারী সাখাওয়াতকে পাওয়া যায়নি। তবে অপহরণের সাথে জড়িত সন্দেহে অপহরণকারীর স্ত্রী কমলাকে আটক এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে কি কারণে অপহরণ করা হয়েছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা বলতে পারেননি কমলা।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৬   ৩৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ