ভোলাবাণী : চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার চরতোফাজ্জল গ্রামের ইয়াবা ব্যবসায়ী টুটুল (২৫) কে পুলিশ গ্রেফতার করে বৃহম্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মুহা.এনামূল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলামের নের্তৃত্বে বুধবার রাত সাড়ে ৮টায় নুরাবাদের চরতোফাজ্জল ২নং ওয়ার্ডের হোসেন মেম্বার বাড়ী সংলগ্ন থেকে আবু তাহেরের ছেলে টুটুলকে (২৫) কে ২০৬ পিচ ইয়াবাসহ আটক করছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করছে।
এছাড়া একই দিনে জিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হোসেন আলী মাঝি (৪৫) কে বোরহানউদ্দিন থেকে পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করেছে।
বাংলাদেশ সময়: ৯:৩১:১৭ ৪১৪ বার পঠিত |