দক্ষিণ আইচায় রাতের আধারে ধান লুট, অগ্নিসংযোগ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় রাতের আধারে ধান লুট, অগ্নিসংযোগ
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭



---দক্ষিণআইচা প্রতিনিধি

ভোলাবাণী : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মুজিব নগর ইউনিয়নের উত্তর চর কলমী মৌজায় সোমবার গভীর রাতে রমিজ তালুকদার, তুহিন হাওলাদার, ফয়সাল, মঘু হাওলাদার ,বাবুল প্যাদা, প্রিন্স, কামাল,আাবুল হাওলাদার, আনোয়ার হোসেন, আউযাাল আলী, হাসেম দেশীয় অস্ত্র নিয়ে শাহজাহান সর্দারের চাষাদের বেধে জমি থেকে কর্তন করে স্তুপ করে রাখা ধান মাড়াই করে ৩টি ট্রলার বোঝাই করে প্রায় ১২ শত মন ধান লুট করে নিয়ে যাওয়ার সংবাদের সত্যতা স্বীকার করেন। তিনি আরো জানান, শাহঝাহান সর্দারের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর বিপুলের নের্তৃত্বে একটি দল ঘটনাস্থলে যাওয়ার শব্দ পেয়ে ধান লুট কারীরা ধানের স্তুপ ও বাসাবাড়িতে আগুন লাগিয়ে ৩টি ট্রলার ভর্তি ধান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ধান মাড়াই মেশিন ফেলে পালিয়ে যায়, দক্ষিণ আইচা থানার অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ধান মাড়াই মেশিনটি জব্দ করে থানায় নিয়ে আসে। জমির ক্রয় ও রেকর্ডীয় সুত্রে মালিক শাজাহান সর্দার্র থানায় মামলার লিখিত অভিযোগে জানান, ডাকাত দলের বিরুদ্ধে জোর পুর্বক ১২শত ২৯ একর জমির কিছু অংশ জোর পুর্বক দখল করে ভোগ দখল করার অভিযোগে দেওয়ানী মামলা সহ নিষেধাজ্ঞা সিনিয়র সহকারী জজ আদালত ৪২ জনের বিরুদ্ধে ৩৬/২০১৬ দায়ের করে। বিবাদীরা নিষেধাজ্ঞা অমান্য করে খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিয়ে যায়। এ ঘটনায় রুবেল বাদী হয়ে ফৌজদারী মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে সরজমিনে গেলে নজির সর্দার , সোহেল, সবুজ, কিবরিয়া, কবির, হোসেন, মনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। বাদী পক্ষ অভিযোগ করেন যে, নিরপেক্ষ বিচার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ১ টি মিথ্যা মামলায় রুবেল, সোহেল, , জাহাঙ্গীর, আবু, ইউনুছ বেপারী সহ ৬ জনকে বিবাদী করে সিআর ৪৩৬/১৬ চর মামলা দায়ের করে ওয়ারেন্ট জারী করেন। এ সংবাদ লেখা পযšদক্ষিণ আইচা থানায় ধান, লুট, অগ্নিসংযোগ, ও জোর পুর্বক জমি দখলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার জানান।

বাংলাদেশ সময়: ৯:৫১:৩০   ১৬৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ