মঙ্গলবার চরফ্যাশনের ওয়াচ টাওয়ার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » চরফ্যাশন » মঙ্গলবার চরফ্যাশনের ওয়াচ টাওয়ার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮



---মিজান নয়ন।।ভোলা বানী।।চরফ্যাশন অফিস,
চরফ্যাশন উপজেলা সদরে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সু-উচ্চ ওয়াচ টাওয়ার উদ্বোধন হচ্ছে মঙ্গলবার । রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ দৃষ্টিনন্দন এই টাওয়ারটি উদ্বোধন করবেন বলে উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে।
চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী  শামীম হাসান জানান, বাংলাদেশ সরকারের জিওবি অর্থায়নে ও পৌরসভার বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২২৫ ফুট উচ্চতার টাওয়ার নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সনের ১২ ফেব্রুয়ারী । ১৬তলা বিশিষ্ট টাওয়ারটির ডিজাইনার কামরুজ্জামান লিটন। চরফ্যাশন শহরের প্রাণকেন্দ্র খাসমহল মসজিদ সংলগ্নে ফ্যাসন স্কয়ারের পাশে নির্মিত সু-উচ্চ টাওয়ারটি উদ্বোধনের মধ্যে দিয়ে চরফ্যাশনকে বিশ্বে আলাদা পরিচিতি এনে দিবে ।
টাওয়ারের স্বপ্নদ্রষ্টা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব এমপি বলেন, টাওয়ারটি দক্ষিণ পূর্ব এশিয়ার আকর্ষনীয় ও সর্বাধুনিক সু-উচ্চ টাওয়ার। মহামান্য রাষ্ট্রপতির উদ্বোধনের মধ্য দিয়ে পর্যটকদের জন্য বাংলাদেশের মানচিত্রে রচিত হবে এক নতুন অধ্যায়। চরফ্যাশন সহ ভোলা জেলাকে বিশ্বে আলাদা পরিচিতি এনে দেবে। টাওয়ারটিকে কেন্দ্র করে বাংলাদেশে পর্যটন শিল্প আরেক ধাপ এগিয়ে যাবে।
পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ভোলা বানী কে জানান, পর্যটকদের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য টাওয়ারে সব রকম ব্যবস্থা রয়েছে।
ওয়াচ টাওয়ার উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তারা বলেন,টাওয়ারটি উদ্বোধনের মধ্য দিয়ে একদিকে এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা বদলে যাবে অপর দিকে পর্যটন শিল্পের নতুন দ্বার উন্মোচিত হবে এবং সরকারি খাতে রাজস্ব আয় বাড়বে।
পর্যটকরা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে টাওয়ারের ১৬ তলায় একই সঙ্গে ৫০ জন সহ টাওয়ারে সর্বমোট ৫০০ দর্শকরা শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে চতুর্দিকের ভূ-দৃশ্য হাই ফিকুয়েন্সিতে ভোলা ও বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, চর কুকরী-মুকরী, ঢালচর, তারুয়া সৈকত, বঙ্গোপসাগর, পটুয়াখালী হাইরেজুলেশন বাইনোকুলারের মাধ্যমে সু-স্পষ্টভাবে পর্যবেক্ষন করতে পারবেন । পর্যটকদের ওঠানামার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে আধুনিক স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিফট’র ব্যবস্থা । টাওয়ারের আশপাশে ভূ-দৃশ্যায়নকে দৃষ্টিনন্দন করতে ল্যান্ডস্কেপিং প্রকল্পের মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৫:১৪   ৫৩৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ