চরফ্যাশনে স্কুল কক্ষে অশ্লিলতারদায়ে ১ মহিলাসহ ৪ যুবকের জেল জরিমানা

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে স্কুল কক্ষে অশ্লিলতারদায়ে ১ মহিলাসহ ৪ যুবকের জেল জরিমানা
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



---।।ভোলা বানী ॥চরফ্যাশন অফিস।।

চরফ্যাশনে স্কুল কক্ষে অশ্লিলতার দায়ে ৩৮ বছর বয়সী এক মহিলাসহ চার যুবকের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  মনোয়ার হোসেন । আজ বৃহস্পতিবার দুপুরের পর তার নিজ কার্যালয়ে এ দন্ডাদেশ দেন। দন্ডিতদের মধ্যে চার যুবকের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২মাসের কারাদন্ড এবং মহিলাকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডিতরা হলেন- দৌলতপুর গ্রামের মহিলা (৩৮), চরমানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হোসেন মোল্লার ছেলে সোহেল মোল্লা(২৩) ও আহাম্মদ সর্দারের ছেলে ইলিয়াছ (২৪)একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাশেদুল আলমের ছেলে নাইম (২২), এবং দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল হাই মুন্সির ছেলে ওবায়দুল(২২)। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ আইচা থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত সূত্র জানায়, চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন জাহান। অভিযুক্ত নাইম তার( নাসরিন জাহানের) ছোট ভাই। বুধবার রাত ১০টার পর নাইম তার অপর ৩ সহযোগী বন্ধুদের সঙ্গে নিয়ে দৌলতপুর গ্রামের ভাসমান দেহব্যবসায়ী মহিলাকে নিয়ে বিদ্যালয়ের কক্ষে অপকর্মে লিপ্ত হয়। এসময় গ্রামের লোকজন বিদ্যালয়টি ঘিরে রেখে পুলিশকে সংবাদ দেয়। রাত ১১টার পর দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাসহ ৪যুবককে আটক করে।
দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদার জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মহিলা জানায় চার যুবকের অনৈতিক কাজের প্রস্তাবে এক হাজার টাকার বিনিময়ে সে সেখানে আসে। গতকাল তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত এ দন্ডাদেশ দেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, আটক মহিলা এবং যুবকরা অপরাধ স্বিকার করে ক্ষমা প্রার্থনা করায় চার যুবকের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২মাসের কারাদন্ড এবং একমাত্র মহিলাকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
এদিকে বিদ্যালয়ের কক্ষে এমন অসামাজিক কর্মকান্ডের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানান- প্রধান শিক্ষিকা নাসরিন জাহান নিয়মিত বিদ্যালয়ে আসেন না।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিক নাসরিন জাহানের বক্তব্য জানার জন্য একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ছোটবোন পরিচয় দিয়ে জনৈক মহিলা জানান-নাসরিন জাহান বর্তমানে ঢাকা অবস্থান করছেন। তিনি অসুস্থ থাকায় মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। তবে ছোটবোন পরিচয়দানকারী তার নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মো.আব্দুস সালাম’র ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

,

বাংলাদেশ সময়: ২২:২৮:০৬   ৬১৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ