বরগুনায় শিক্ষিকাকে নির্যাতন ও গনধর্ষনের প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় শিক্ষিকাকে নির্যাতন ও গনধর্ষনের প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



---আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী শিক্ষিকাকে নির্যাতন ও গনধর্ষনের প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে বোরহানউদ্দিনে উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা চত্বরে দীর্ঘ লাইনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো: তসলিম মাষ্টার, শিক্ষক নেতা মো: মাহাবুবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: হোসেন হাওলাদার, উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান নান্নু প্রমূখ। এসময় আরোও বক্তব্য রাখেন শিক্ষক মো: হারুন, মো: ফিরোজ মাহমুদ, এ,কে এম ইকবাল পারভেজ, শিক্ষক চিন্তা রানী প্রমূখ। শিক্ষক নেতারা বক্তবে বলেন, এ ন্যাক্কার জনক ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ঘটনাটি ঘটেছে তা আজ শিক্ষক সমাজের সামনে মুখে বলতে লজ্জা লাগছে। আমরা ধীক্কার জানাই এ ধরনের নরপশুদের। এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সে দিকে প্রশাসনের কঠোর নজরধারী কামনা করেন এবং শিক্ষকদের সুরক্ষা আইন প্রণয়ন করার জোরালো দাবী জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক নেতা মো: আনোয়ার হোসেন। উক্ত মানববন্ধনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী’র বরাবরে স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

বাংলাদেশ সময়: ১৯:২৮:০৬   ২২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ