তেতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে মুজিবনগর ইউনিয়নের ২.৫ কি.মি বেড়ি বাঁধ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » তেতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে মুজিবনগর ইউনিয়নের ২.৫ কি.মি বেড়ি বাঁধ
বুধবার, ২৩ আগস্ট ২০১৭



---

শশীভূষণ-দক্ষিণ আইচা ।।ভোলাবাণী।।ভোলার দক্ষিণ আইচা থানার মুজিবনগর ইউনিয়ন তেতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ২.৫ কি.মি বেড়ি বাঁধসহ ৪ শতাধিক ঘরবাড়ি। মুজিবনগরবাসী নদী ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে মুজিবনগর বাজার, ইউনিয়ন পরিষদ, বাংলাবাজার ও বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় রক্ষা করা যাবে না।
মুজিবনগর ইউপি চেয়ারম্যান আ. অদুদ মিয়া জানান, নদী ভাঙনে মুজিবনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে গত এক সপ্তাহে পাঁচটির ৪ শতাধিক পরিবার গৃহহীন হয়ে গেছে। মুজিবনগর মত্স্যঘাট, বোয়ালখালী বাজারসহ চরমনোহর বাংলাবাজার পর্যন্ত ২.৫ কি.মি বেড়ি বাঁধ, বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের কার্যালয়, ক্লিনিক ও পোস্ট অফিস নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে এই বর্ষা মৌসুমে মুজিবনগর ইউনিয়ন ব্যাপক ভাঙনের শিকার হবে।
চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর মাধ্যমে ১৯৯০ সালে মুজিবনগরে প্রথম বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। ২০১৪ সালে নতুন করে আরো তিন কি.মি বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ ভাঙন এলাকাগুলোতে জরুরি ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে।
স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, চরফ্যাশনের শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার জাহানপুর, মানিকা ও মুজিবনগরের জন্য ৫৭ কি.মি নতুন বাঁধ নির্মাণে ২শ কোটি টাকার একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে প্রক্রিয়াধীন রয়েছে। যার মধ্যে ২২ কি.মি বাঁধ নির্মিত হবে মুজিবনগর ইউনিয়নে। আগামী ডিসেম্বর নাগাদ এ প্রকল্প অনুমোদন হবে এবং বাস্তবায়ন শুরু হবে। তেতুলিয়া নদীর ভাঙনে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩২   ১৮৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ