গ্রামীণ জন উন্নয়ন সংস্থার গবাদী পশু বীমা কার্যক্রম

প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণ জন উন্নয়ন সংস্থার গবাদী পশু বীমা কার্যক্রম
বুধবার, ২৩ আগস্ট ২০১৭



---

স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার ভেদুরীয়া শাখায় গবাদী পশু সুরক্ষা কার্যক্রম চালু হয়েছে। এত করে ঝড় ঝঞ্জা প্রবন উপকুলীয় এলাকা ভোলার দরিদ্র মানুষের গবাদী পশু নিয়ে আর চিন্তায় বা লোকশান গুনতে হবে না। বীমার মাধ্যমে মৃত কিংবা ক্ষতিগ্রস্থ্য পশুর পুরো মুল্য দেবে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। তবে এর জন্য তাকে সংস্থার সদস্য হতে হবে। ইতো মধ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় কার্যক্রমটি শুরু হয়েছে। এলাকার প্রায় ১৫টি পরিবারের মধ্যে গবাদী পশু সুরক্ষা বীমা করা হয়েছে।
ঔই শাখা প্রিন্সিপ্যাল অফিসার আমজাদ হোসেন জানান, গরু মোটা তাজা করন পদ্ধতির জন্য যারা ঋন নিয়ে নিজের গরু মোটাতাজা করে তারা মোট মুল্যের .৫০% করে টাকা জমা দিয়ে বীমা করতে হয়। অন্য যারা ঋন নিয়ে গরুক্রয় করে তাদের মোট ঋনের .৭০% জমা দিয়ে বীমা করতে হয়। এ সকল দায়দায়িত্ব থাকে সংস্থার। চিকিৎসাসেবা থেকে শুরু করে দেখভাল করার দায়িত্বও সংস্থা নিয়ে থাকে।
ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের মেলকার বাড়ির আবদুল বারেক জানান, তিনি তার নিজের চারটি গরুর বীমা করেছেন। বীমা করতে পেরে সে খুব খুশি। পশুরও বীমা হয় এটা ভাবতে যেন তার কাছে অবাক লাগে। তিনি আরো জানান বীমা করার পর থেকে গ্রামীন জন উন্নয়ন সংস্থা থেকে গরুর যেকোন রোগ বালাইয়ে সব ধরনের চিকিৎসা পেয়ে আসছেন বিনামূল্যে। একই কথা জানালেন ঔই ইউনিয়নের মাঝির হাট এলাকার হারুন বেপারি, উত্তর ভেদুরিয়ার হারুন ফরাজি, চরকালী গ্রামের মোঃ হিরন ও আরো অনেকে।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, দরীদ্র কৃষক ভাইদের একমাত্র সম্পদই হচ্ছে গবাদীপশু, এটা হারালে তার আর কিছুই থাকেনা। তাই এদের কথা চিন্তা করে পশুবীমা চালু করা হয়েছে। কৃষক ভাইদের আর তার গবাদী পশু নিয়ে ভাবতে হবেনা বীমা করলে তারা কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগে পশুর ক্ষতি হলে তারা ক্ষতি পুরন পাবে। পর্যায়ক্রমে প্রতিটা শাখাই এ কার্যক্রম চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫৩   ৪৯৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ