কী করে বুঝবেন ছেলেটি আপনার প্রেমে মজেছে?

প্রথম পাতা » লাইফ স্টাইল » কী করে বুঝবেন ছেলেটি আপনার প্রেমে মজেছে?
সোমবার, ১৪ আগস্ট ২০১৭



---।।ভোলাবাণী ষ্ট্যাইল।। বেশিরভাগ সময়েই সঙ্গীর ভালোবাসা ও যত্ন আমরা অনুভব করতে পারি। কীভাবে তারা আমাদের দিকে তাকায়, কীভাবে কথা বলে সব কিছু থেকে যেন এক নিমিষেই জেনে ফেলা যায় তাঁর মনের ভাব। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা নিজেদের এবং অন্যরা আমাদের নিয়ে কী ভাবছে, এ সকল অনুভূতিই বিশ্লেষণ করতে ভুলে যাই। এবং তখনই শুরু হয় সম্পর্কে টানাপোড়েন, বিচ্ছেদ, দুঃখ-দুর্দশা ইত্যাদি।

আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এমন তিনটি টিপস যেগুলো আপনার সঙ্গীর মধ্যে দেখলে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন এবং সত্যিই ভালোবাসেন আপনাকে।

তিনি তার চাইতেও আপনার আনন্দ ও সুখ সবকিছুর উপরে রাখেন

যখন কোন পুরুষ আপনার সকল চাহিদা এবং পছন্দ সবকিছুর উর্ধ্বে রাখেন, তখন মনে করবেন যে তিনিই আপনার কাঙ্ক্ষিত পুরুষ। এটা অর্জন করা কিন্তু খুব সহজ নয় কিন্তু জীবনে অগ্রসর হতে দারুণ কার্যকরী এটি। তিনি তার সাধ্যের মধ্যে সবটুকু সুখ আপনাকে দেওয়ার চেষ্টা করবেন এবং যে কোন মনোমালিন্যে আপনাকে সহযোগিতা করবেন। সর্বোপরি, তিনি যখনই সুযোগ পাবেন, আপনার সকল কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং সমস্যার সমাধান করবেন।

তাঁর প্রথম গুরুত্ব আপনি

তিনি আপনার স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য সমগ্র চেষ্টা করেন। নিজের চেয়েও আপনাকে সর্বোচ্চ পর্যায়ে রাখেন। যদি তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন, আপনার জন্য তিনি অবশ্যই সময় বের করবেন। তিনি তার লক্ষ্য সম্পর্কে আপনাকে অবগত করবেন এবং আপনার লক্ষ্য সম্পর্কেও তিনি পূর্ণ জ্ঞান রাখবেন।

আপনার ব্যাপারে তিনি কখনো হাল ছেড়ে দেন না

জীবনে যতো কষ্ট ও যন্ত্রণাই আসুক না কেন, তিনি কখনোই আপনার হাত ছেড়ে দেবেন না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি যথাসাধ্য পরিশ্রম করেন। এমন মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।

সূত্র: UPVEE

বাংলাদেশ সময়: ১০:৪১:১৪   ৫৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লাইফ স্টাইল’র আরও খবর


ইফতারে থাই বিফ সালাদ
ইফতারে প্রশান্তি দেবে চিড়া-ফলের ডেজার্ট
ভালো খেজুর চেনার উপায়
বয়স চল্লিশের পর রোজ ডিম খাওয়া কি ভালো
খালিপেটে দুধ চা আর না!
উৎসবমুখর পরিবেশে ভোলায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
ভোলার নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
কিভাবে ঘরেই তৈরি করবেন চিকেন মমো
কোন ডিমের পুষ্টি বেশি বাদামী নাকি সাদা
ভোলায় সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন পালিত

আর্কাইভ