শীতের উপযুক্ত সঙ্গী ‘কম্বল’

প্রথম পাতা » ফটোগ্যালারী » শীতের উপযুক্ত সঙ্গী ‘কম্বল’
বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬



---

ভোলা বাণী : শীত তাড়ানোর জন্য যেমন গরম কাপড় প্রয়োজন তেমনি আরামে ঘুমের জন্য চাই একখানা কম্বল। ঘুম ভালো না হলে তার প্রভাব পড়ে পরেরদিনের কাজের ওপর। তাই নিশ্চিন্ত ঘুমের জন্য ভালো একটি কম্বল জরুরি। ভাবছেন কম্বলের আবার ভালো খারাপ কী? কম্বল যদি ভালো কাপড়ের না হয় তবে হিতে বিপরীত হতে সময় লাগবে না। তাই জেনে নিন কোথায় এবং কী ধরনের কম্বল হবে আপনার এই শীতের উপযুক্ত সঙ্গী।

কম্বলের মধ্যে রয়েছে কিছুটা ভিন্নতা। চায়না, কোরিয়ান এবং স্পেন এই তিন ধরনের কম্বল পাওয়া যায়। কম্বলে থাকে বাহারি ডিজাইন। কখনো লতা-পাতা আবার কখনো ছোপ ছোপ করা নানা নকশা। এতে আছে রঙের বৈচিত্র্য। কম্বল যেমন একরঙা হয়ে থাকে তেমন আবার দুটি কিংবা তিনটে রঙের মিশ্রণেও হয়ে থাকে।

কম্বল ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। যাদের এলার্জিজনিত সমস্যা আছে তারা কম্বল ব্যবহার করতে পারেন না। তারা কম্বলে কভার লাগিয়ে কম্বল ব্যবহার করতে পারেন।  আর পাশাপাশি কম্বল কখনো খালি গায়ে দিয়ে ঘুমানো উচিৎ নয়।

---কোথায় পাবেন কেমন দাম

নিউ মার্কেট, মৌচাক, বঙ্গবাজার, গাউছিয়া সহ আপনার কাছে শপিং মলগুলোতেও আপনি পাবেন আপনার মনের মতো কম্বল। বড়দের জন্য যেমন বড় কম্বল আছে তেমনি ছোট শিশুদের জন্যও আছে নানা ধরনের কম্বল। এই কম্বলের মধ্যে আছে নানা প্রকারভেদ আর দাম।

রয়্যাম স্পেন ব্র্যান্ডের কম্বলের দাম পরবে ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। ক্যাঙ্গারু পরবে ১৮০০ থেকে ৩০০০ টাকা, স্পেন ২৫০০ থেকে ৪০০০ টাকা, সোলারন ৩৫০০ থেকে ৫০০০ টাকা, জিনাক্স পরবে ৬০০০ থেকে ৮০০০ টাকা। এছাড়া বার্মিজ কম্বলের দাম পরবে ৪৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৩৭   ১৫৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ