চরফ্যাশনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, সালিশের রায় জরিমানা ১০হাজার

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, সালিশের রায় জরিমানা ১০হাজার
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। চরফ্যাশন অফিস॥ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭বৎসর বয়সী প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয় সংলগ্নে ভবন নির্মান করতে আসা রাজ মিস্ত্রি হাছনাইনের বিরুদ্ধে। জানাগেছে, হাছনাইন এওয়াজপুর ৬নং ওয়ার্ডের আ.মোতালেব’র ছেলে।

বুধবার এই ঘটনার পর আজ বৃহম্পতিবার সকালে বিদ্যালয়ের একটি কক্ষে বিষয়টি নিয়ে সালিস বসে। সালিসি রায়ে অভিযুক্ত রাজমিস্ত্রি হাছনাইনের ১০হাজার টাকা জরিমানা করেন সালিসদাররা।

স্কুল ছাত্রীর ভাষ্যমতে বুধবার সকালে বিদ্যালয়ে গেলে রাজ মিস্ত্রি হাছনাইন তাকে ভবন নির্মানকালীন সময়ে ব্যবহ্রত তাদের অস্থায়ী রান্না ঘরে ডেকে বিভিন্ন কথা বলার পর চকিতে শুইতে বলে। সে অসম্মতি জানালে হাছনাইন তাকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় তার পরিধেয় ছেলোয়ার ছিড়ে ফেলে হাছনাইন। সে চিৎকার দিলে হাছনাইন তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে স্কুল ছাত্রী তার মাকে ঘটনা জানায় ।

সালিসে উপস্থিত থাকা ছাত্রীর মা নুরনাহার বেগম বলেন, সালিসে ১০হাজার জরিমানা করা হয়েছে। প্রতিবেশী আবুল খায়ের মোল্লা আমার হাতে জোড় পুর্বক ৫হাজার টাকা দিয়ে গেছে। আমরা এই বিচার মানিনা । আমরা আইনের আশ্রয় নিবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা বেগম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমরা বিদ্যালয়ে আসার আগে ঘটনাটি ঘটেছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম মোল্লাসহ স্থানীয়রা বিদ্যালয়ের একটি কক্ষে বসে বিষয়টি সমাধা দিয়েছেন। টাকার অংক এড়িয়ে গিয়ে কিছু একটা জরিমানা করেছে বলে জানান তিনি।

ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম মোল্লা বলেন, ছেলে পক্ষ গরীব বিষয়টি বিবেচনা করে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ঐ ছেলেকে সেখানের কাজ থেকে অব্যাহতি দেয়ার জন্য সাইড ম্যানেজারকে বলা হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩২:০৪   ৪১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ