চিকিৎসকদের অবহেলায় বরিশাল মেডিকেল কলেজে মাথা কেটে এক নবজাতকের মৃত্যু

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » চিকিৎসকদের অবহেলায় বরিশাল মেডিকেল কলেজে মাথা কেটে এক নবজাতকের মৃত্যু
রবিবার, ২৫ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অবহেলায় মাথা কেটে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে কর্তৃপক্ষ বলছে সদ্যজাত শিশুটির মাথায় কোনো ক্ষত নেই। এর মৃত্যুর কারণ সিভিয়ার বার্থ এস্পেকশিয়া রোগ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারে নবজাতকের মাথা কেটে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তাদের দাবি এ ঘটনার পর চিকিৎসকরা রুমে তালা লাগিয়ে সটকে পড়েন।

রোববার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে নবজাতকের স্বজন ও চিকিৎসকদের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

প্রসূতি ইয়ানুর বেগম (২৫) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছোট বাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্বামী একেএম আনোয়ার সাদাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রকল্প পরিচালকের ব্যক্তিগত সহকারী।

মৃত নবজাতকের দাদী ফ্লোয়ারা সুলতানা বলেন, তার পুত্রবধূ ইয়ানুর বেগম প্রসব বেদনা নিয়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে গলাচিপা থেকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা রোগীর অবস্থা দেখে বলেন, অস্ত্রোপচার করতে হবে না, নরমাল ডেলিভারি হবে। রাত সাড়ে ১০টার দিকেও অপারেশন থিয়েটারে নিলে কর্তব্যরত চিকিৎসকরা বলেন স্বাভাবিক প্রসব হবে।

প্রথমে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের প্রক্রিয়া চালানো হয়। কিন্তু সফল না হওয়ায় রাতে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে ছেলে সন্তান জন্ম হয়। জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় তাকে দ্রুত চাইল্ড কেয়ার ইউনিটে পাঠানো হয়। সেখানে শিশুটির মাথায় ব্লেডের ক্ষত দেখতে পান এবং শিশুটি কিছুক্ষণ পর মারা যায়। এ ঘটনার পর চিকিৎসকরা রুমে তালা লাগিয়ে সটকে পড়েন।

স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় তাদের নবজাতকের মৃত্যু হয়েছে।

তবে মেডিকেলের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন শিশুটির মাথায় কোনো আঘাত বা ক্ষত নেই। যেটি ছিল তা হলো জন্মের সময়কার ঘন রক্তের সঙ্গে চুল পেচানো। এটি একটি রোগ। যাকে বলা হয় সিভিয়ার বার্থ এস্পেকশিয়া। পরবর্তীতে শিশুটির মাথা পরিষ্কার করে অভিভাবকদের বুঝিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫২:১১   ২০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ