চাল বিতরণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া; আহত ১০

প্রথম পাতা » দৌলতখান » চাল বিতরণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া; আহত ১০
রবিবার, ২৫ জুন ২০১৭



---

দৌলতখান প্রতিনিধি ।।ভোলাবাণী।। ভোলার দৌলতখান উপাজেলার চরপাতা ইউনিয়নে ঈদের ২ দিন আগে জেলেদের মধ্যে চাল বিতরণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে ।

এ ছাড়াও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্চিত করাসহ চাল আতœসাত,সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে চরপাতা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মোশারেফ হোসেনকে আটক করা হয়। শনিবার বেলা ১২ টায় থেকে এ নিয়ে চরপাতা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। এদিকে আহত ৩ জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার চরপাতা ইউনিয়ন পরিষদ থেকে ঈদ উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করতে যায় বহিষ্কৃত চেয়ারম্যান মোশারেফ হোসেন ।

এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ পরিষদের মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সকাল থেকে এ নিয়ে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দিন জানান, বহিষ্কৃত চেয়ারম্যান মোশারেফ হোসেন জোর করে চাল বিতরণের চেষ্টা করলে পরিষদের মেম্বারসহ স্থানীয়রা বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এক পর্যায়ে চেয়ারম্যান মোশারেফ হোসেন লাঠিসোঠা নিয়ে ইউএনও’র উপর চড়াও হয় এবং তাকে লাঞ্চিত করে।

এদিকে আহতদেও মধ্যে মনিরুল ইসলাম,দিন ইসলাম,এমরানকে হাসপাতালে ভতিৃ করা হয়েছে। এদিকে খবর পেয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দৌলতখান থানার ওসি ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় বহিষ্কৃত চেয়ারম্যান মোশারেফ হোসেন ইউএনও উপর চড়াও হয়ে তাদেরকে লাঞ্চিত করে। পরে পুলিশ তাকে আটক করে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন জানান, দুর্নীতি ও অন্যায় অনিয়মের দায়ে গত মাসের ২২ তারিখে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন চাল বিতরণ করার কথা। কিন্তু বরখাস্তকৃত চেয়ারম্যান এসে ওই চাল বিতরণের নামে আত্মসাতের চেষ্টা করছিল। তখন স্থানীয় হাজার হাজার জনতা তাকে বাধা দেয়।

এ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে চেয়ারম্যান তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। নির্বাহী কর্মকর্তা আরও জানান, সরকারি চাল আত্মসাতের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান মোশারেফ হোসেনকে থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১০:৪৮   ১৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ