ভোলা-২ আসনের নির্বাচনী এলাকার জনগনের আস্থা ও ভালোবাসার প্রতিক এমপি মুকুল

প্রথম পাতা » দৌলতখান » ভোলা-২ আসনের নির্বাচনী এলাকার জনগনের আস্থা ও ভালোবাসার প্রতিক এমপি মুকুল
রবিবার, ১১ জুন ২০১৭



 

---

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ সহ অসংখ্য এমপি মন্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু তাদের মধ্যে সর্ব কনিষ্ট তৃণমূল থেকে আ’লীগের হাতে গড়া এক তরুন ব্যক্তি’র নাম আলহাজ্ব আলী আজম মুকুল।

তিনি বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের ভাতিজা। এ আসন থেকে বাণিজ্য মন্ত্রী যখন নির্বাচন করতেন তখন তিনি দৌলতখান উপজেলায় আ’লীগের তৃনমূল পর্যায়ে নেতৃত্ব দিতেন।

এ উপজেলায় নেতৃত্ব দিতে গিয়ে তার কর্মকান্ডে সকলে মুগ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলের প্রিয় মানুষ হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০০৮ সালে আ’লীগ জয়ী হয়ে সরকার গঠন করেন। এর পর দৌলতখান বাসীর জোড়ালো দাবীর প্রেক্ষিতে ২০১০ সালে পৌর সভার মেয়র পদে লড়াই করেন। পৌর নির্বাচনে সময় দেখা গেছে এ মানুষটিকে দলমত নির্বিশেষে সকলেই কতটা ভালো বাসতেন।

ওই নির্বাচনে বিপুল ভোটে পৌর মেয়র হিসাবে নির্বাচিত হন। তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী উপজেলা গুলোতে। এর পর ২০১৫ সালে তিনি আ’লীগের নৌকার টিকেট পেয়ে বিপুল ভোটে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এ তরুন নেতা আলী আজম মুকুল। নির্বাচনের সময় জনগনের সাথে তিনি যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পূরণ করতে দিন রাত কাজ করে যাচ্ছে। তার নির্বাচনের সময় সব চেয়ে বড় প্রতিশ্রুতি ছিল মেঘনার ভাঙ্গনের হাত থেকে এ দুই উপজেলার মানুষ কে স্থায়ী ব্লক সহ বেড়ি বাঁধ নির্মাণ করে রক্ষা করা। ইতিমধ্যে মেঘনার হাত থেকে বোরহানউদ্দিন-দৌলতখান কে রক্ষায় ব্লকের কাজ শুরু হয়েছে।

এছাড়া বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিট আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বোরহানউদ্দিন বালিকা বিদ্যালয় ও দৌলতখানে আবি আবদুল্লাহ কলেজ সরকারী করণেও অগ্রনী ভূমিকা রেখেছেন। এছাড়া তার নির্বাচনী এলাকার অসহায় মানুষগুলো যখনই তার কাছে গিয়েছেন পেয়েছে বড় ধরনের আর্থিক সহায়তা। এছাড়া এলাকার বিপদে আপদ গ্রস্ত মানুষ গুলো তার কাছে মন খুলে কথা বলে সমস্যায় সমাধান পেয়ে খুশি হয়ে বাড়ী ফিরছে। এদিকে বোরহানউদ্দিন পৌর শহরে তার সার্বিক সহযোগিতায় ব্যাপক উন্নয়ন করছে পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। এছাড়া দুই উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের পূনাঙ্গ কমিটি দিয়ে মাঠ সরগরম রাখেন তিনি।

এদিকে আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে আ’লীগের অঙ্গ সংগঠনের সাথে দিনরাত সময় কাটাচ্ছেন। মাহে রমজানে প্রতিদিন নেতাকর্মীদের সাথে ইফতার করছে এবং নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছে এ তরুন সাংসদ।

এব্যাপারে বোরহানউদ্দিন পৌর ৭নং ওয়ার্ডের সাবেক দুই বার নিবার্চিত কাউন্সিলর হুমায়ন কবির পালোয়ান বলেন, আমার রাজনীতির বয়সে যত এমপি মন্ত্রী এ আসন থেকে নির্বাচিত হয়েছে। তাদের চেয়ে জনপ্রিয়তা এবং মানুষের আন্তরিক ভালো বাসায় এগিয়ে রয়েছে বর্তমান এমপি আলী আজম মুকুল।

 

---

তিনি নির্বাচিত হওয়ার পর থেকে তার নির্বাচনের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তার হাত ধরে মেঘনার নদী ভাঙ্গন থেকে রক্ষায় ব্লকের কাজ এগিয়ে যাচ্ছে। বোরহানউদ্দিন উপজেলায় এক সাথে ৩টি প্রতিষ্ঠান সরকারী করে তিনি ইতিহাস সৃষ্টি করেছে। তাইতো এ রকম শান্তিপ্রিয় নেতাকে বার বার এমপি হিসাবে আমরা দেখতে চাই। তিনি আরো বলেন, তার উন্নয়ন এবং ব্যক্তিগত কর্মকান্ডে মুদ্ধ এ আসনের জনগন। এ আসনের জনগন ও নেতাকর্মীদের আস্থা ও ভালো বাসার প্রতিক আলী আজম মুকুল এমপি মহোদয়।

দৌলতখান উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন মাষ্টার বলেন, বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের হাতে গড়া আ’লীগের তৃণমূল থেকে গড়ে উঠেন আলী আজম মুকুল এমপি। তার মধ্যে কোন অহংকার নেই। তার নির্বাচনী এলাকার জনগন ও নেতাকর্মীদের কে আন্তরিক ভাবে মূল্যায়ন করেন। মানুষের সেবায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন এ তরুন নেতা। আমরা এ ধরনের নেতাকে বার বার আমাদের মাঝে এমপি হিসাবে দেখতে চাই।

নির্বাচনী এলাকার অনেক সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনের সময় আমাদের প্রাণের দাবী ছিল মেঘনার হাত থেকে এ দুই উপজেলার মানুষ কে রক্ষা করা। ইতিমধ্যে আলী আজম মুকুল এমপি সে কাজ করতে সক্ষম হয়েছে। এতেই আমরা তার উপর অনেক খুশি।

তারা বলেন, এ আসন থেকে যারাই এমপি নির্বাচিত হয়েছে। কেউ জনগনের খবর রাখে নি। তিনি গভীর রাত পর্যন্ত ধৈয্য নিয়ে নির্বাচনী এলাকার জনগনের সমস্যা শুনে সুষ্ট সমাধা দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। এলাকা থেকে ঘুষ দূর্নীতি বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন।

তারা বলেন, আমরা সব সময় এ রকম জনপ্রিয় নেতা কে বার বার চাই যে আমাদের জন্য আন্তরিক হয়ে কাজ করবে এবং সমাজের উন্নয়ন মূলক কাজ করবে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৬   ১৭২৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ