চরফ্যাশনে সংরক্ষিত বনে টাকার বিনিময়ে বসতি স্থাপন

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে সংরক্ষিত বনে টাকার বিনিময়ে বসতি স্থাপন
রবিবার, ৪ জুন ২০১৭



---আদিত্য জাহিদ।।ভোলাবাণী।। নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার মশিউর রহমানের বিরুদ্ধে কালকিনির সংরক্ষিত বনে ঢালচরের নদী ভাঙ্গুলী পরিবারের নিকট থেকে ঘর করার জন্য দালালের মাধ্যমে পরিবার ভিটা প্রতি ৩০ হাজার টাকা নিয়ে প্রায় দেড় শতাধিক পরিবারকে বসতি স্থাপন করেছে। বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, শীঘ্রই বিভাগীয় তদন্ত শুরু সহ অভিযোগ প্রমানিত হলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে। মশিউর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান, আমার ও বিভাগীয় বন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে কিছু লোক টাকা তুলছে তবে এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
ঢালচর ৭ নং ওয়ার্ডের মো. আলী আহম্মেদের ছেলে মো. ছিদ্দিক ১বাট জমির জন্য দালাল আলম ফরাজীর নিকট ১ হাজার টাকা বায়না দিয়ে টাকা ফেরত নেয়ার ঘটনাও ঘটেছে। মো. ছিদ্দিকের স্ত্রী রোকেয়া বেগম জানান, শনিবার ঢালচর থেকে মফিজের ২ ছেলে কামাল ও আইয়ুব , ইউনুছ লাঠিয়াল ও নুর মোহাম্মদ কালকিনিতে বসতি স্থাপনের জন্য ট্রলারে করে ঘর নিয়ে কালকিনিতে গেছে। তিনি আরও জানান, আলম ফরাজী কালকিনির স্থাণীয় লোক দিয়ে বনে আগুন লাগিয়ে ও বনের গাছ কেটে বসতি স্থাপন করছে। আলম ফরাজী ভারপ্রাপ্ত রেঞ্জার ও কালকিনির বিট কর্মকর্তা মশিউর রহমানের সাথে চুক্তি করে টাকা আদায় করে চরে প্রায় হানিফ, ইউনুছ লাঠিয়াল, সামছু, আইয়ুব আলী, কালাম, আবু তাহের মাঝি, ফরিদ মাঝি, রত্তন মাঝি, বাবুল লাঠিয়াল, কাশেম, বাবূল মাঝি, জামাল, কামালকে টাকার বিনিময়ে সংরক্ষিত বনে বসতি গড়ে তুলতে জায়গা দিয়েছে।
উল্লেখ্য যে, আলম ফরাজী বন বিভাগের সংরক্ষিত বন বন্দোবস্ত নেয়ার নাম করে ১৪ জানুয়ারী ২০১৭ বন দখল করতে গেলে তৎকালীন বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে সংঘর্ষ হয় এবং এ ঘটনায় বন বিভাগ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।এ ব্যাপারে দালাল ও কালকিনি চরের নেতা আলম ফরাজীর সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। একই তারিখে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর হাসিনার সংরক্ষিত বন থেকে গাছ কেটে স্ব-মিলে চেরাই করার সময় চরফ্যাশন রেঞ্জের বন প্রহরী হুমায়ুন কবির গাছ আটক করলে তাকে চোর চক্র আটকিয়ে মারধর করে গুরুত্বর আহত করে সংবাদ পেয়ে চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান ও দক্ষিণ আইচা থানার উপ পুলিশ পরিদর্শক শওকত কবিরকে উদ্ধার করে । সংরক্ষিত বনের গাছ কেটে উজাড় করা সহ বন প্রহরীকে বেধে মারধর করার সংবাদ পত্রিকায় প্রকাশ করার জের ধরে সংবাদ কর্মী আদিত্য জাহিদকে ১৫ জানুয়ারী সন্ধ্যায় পিটিয়ে গুরুত্বর জখম করে। এ ঘটনায় পৃথক পৃথক ৩টি মামলা দক্ষিণ আইচা থানায় দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২১   ৪৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ